৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যসভা নির্বাচন: কেন ছত্তিশগড় থেকেই প্রিয়াঙ্কাকে দাঁড় করাচ্ছে কংগ্রেস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
  • / 106

পুবের কলম ওয়েবডস্কঃ প্রিয়াঙ্কা গান্ধিকে কি এবার রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে কংগ্রেস। আপাতত দেশের রাজনৈতিক আবর্তে ঘুরছে এমন জল্পনা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে প্রার্থী করা হতে পারে ছত্তিশগড় থেকে।

আগামী ৩১ শে মার্চ রাজ্যসভায় হতে চলেছে নির্বাচন । তবে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত মিলছে তাতে কোন রাজ্যেই কিন্তু কংগ্রেসের অবস্থা মোটেও আশা ব্যঞ্জক নয়। পঞ্জাবে যে কংগ্রেস গদি হারাচ্ছে এবং আপ উঠে আসছে তা সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে। একমাত্র উত্তরাখন্ডে কংগ্রেসের ভালো ফলের ইঙ্গিত দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

তবে আজ এই সব প্রশ্নের উত্তর কিন্তু মিলবে একেএকে। কেন হটাৎ করেই প্রিয়াঙ্কাকে রাজ্যসভার সাংসদ হিসেবে তুলে আনার কথা ভাবনা চিন্তা করছে কংগ্রেস হাইকমান্ড। তবে কি রাহুলের ওপর  আস্থার ভিতটা কিছুটা হলেও চিড় খেয়েছে। প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।তাদের কথায় কেন্দ্রের শাষকদল বিজেপিকে  যেভাবে বেকায়দায় ফেলা যেত,তাদের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসেবে আন্দোলন গড়ে তোলা যেত ,তার কোনটাই রাহুল করে দেখাতে পারেননি।

আরও পড়ুন: ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ভোট, বাংলার পাঁচ আসনে ভোট ঘোষণা কমিশনের

 

অথচ দেশে বেকারত্ব, পেট্রোপণ্য সহ দ্রব্যমূল্যের  আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ অগণিত ইস্যুতে যেভাবে আন্দোলন গড়ে তোলা যেত কংগ্রেস তার কোনটাই করে উঠতে পারেনি। বলা ভাল রাহুলের নেতৃত্বের আন্দোলন দানা বাধতে পারেনি।সেই সব দিক থেকে বিচার করেই কংগ্রেস তুলে আনতে চাইছে প্রিয়াঙ্কাকে।এখানে প্রশ্ন উঠতে পারে কেন প্রিয়াঙ্কা কে ছত্তিশগড় আসনের জন্য বেছে নেওয়া হল। পশ্চিমবঙ্গে কংগ্রেস এখন আক্ষরিক অর্থেই সাইনবোর্ডে পরিনত হয়েছে। বিজেপি শাসিত কোন রাজ্য থেকে  প্রিয়াঙ্কা কে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়। তাই হাতে রইল একমাত্র ছত্তিশগড়। যেখানে এখনও কংগ্রেস টিমটিম করছে। তাই সবদিক বিবেচনা করেই প্রিয়াঙ্কাকে রাহুল গান্ধির বিকল্প হিসেবে এখন থেকেই তৈরি রাখছে কংগ্রেস হাইকমান্ড।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যসভা নির্বাচন: কেন ছত্তিশগড় থেকেই প্রিয়াঙ্কাকে দাঁড় করাচ্ছে কংগ্রেস

আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডস্কঃ প্রিয়াঙ্কা গান্ধিকে কি এবার রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে কংগ্রেস। আপাতত দেশের রাজনৈতিক আবর্তে ঘুরছে এমন জল্পনা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে প্রার্থী করা হতে পারে ছত্তিশগড় থেকে।

আগামী ৩১ শে মার্চ রাজ্যসভায় হতে চলেছে নির্বাচন । তবে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত মিলছে তাতে কোন রাজ্যেই কিন্তু কংগ্রেসের অবস্থা মোটেও আশা ব্যঞ্জক নয়। পঞ্জাবে যে কংগ্রেস গদি হারাচ্ছে এবং আপ উঠে আসছে তা সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে। একমাত্র উত্তরাখন্ডে কংগ্রেসের ভালো ফলের ইঙ্গিত দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

তবে আজ এই সব প্রশ্নের উত্তর কিন্তু মিলবে একেএকে। কেন হটাৎ করেই প্রিয়াঙ্কাকে রাজ্যসভার সাংসদ হিসেবে তুলে আনার কথা ভাবনা চিন্তা করছে কংগ্রেস হাইকমান্ড। তবে কি রাহুলের ওপর  আস্থার ভিতটা কিছুটা হলেও চিড় খেয়েছে। প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।তাদের কথায় কেন্দ্রের শাষকদল বিজেপিকে  যেভাবে বেকায়দায় ফেলা যেত,তাদের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসেবে আন্দোলন গড়ে তোলা যেত ,তার কোনটাই রাহুল করে দেখাতে পারেননি।

আরও পড়ুন: ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ভোট, বাংলার পাঁচ আসনে ভোট ঘোষণা কমিশনের

 

অথচ দেশে বেকারত্ব, পেট্রোপণ্য সহ দ্রব্যমূল্যের  আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ অগণিত ইস্যুতে যেভাবে আন্দোলন গড়ে তোলা যেত কংগ্রেস তার কোনটাই করে উঠতে পারেনি। বলা ভাল রাহুলের নেতৃত্বের আন্দোলন দানা বাধতে পারেনি।সেই সব দিক থেকে বিচার করেই কংগ্রেস তুলে আনতে চাইছে প্রিয়াঙ্কাকে।এখানে প্রশ্ন উঠতে পারে কেন প্রিয়াঙ্কা কে ছত্তিশগড় আসনের জন্য বেছে নেওয়া হল। পশ্চিমবঙ্গে কংগ্রেস এখন আক্ষরিক অর্থেই সাইনবোর্ডে পরিনত হয়েছে। বিজেপি শাসিত কোন রাজ্য থেকে  প্রিয়াঙ্কা কে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়। তাই হাতে রইল একমাত্র ছত্তিশগড়। যেখানে এখনও কংগ্রেস টিমটিম করছে। তাই সবদিক বিবেচনা করেই প্রিয়াঙ্কাকে রাহুল গান্ধির বিকল্প হিসেবে এখন থেকেই তৈরি রাখছে কংগ্রেস হাইকমান্ড।