০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের করোনার চোখরাঙানি! নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগে বিশ্ব, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর কেন্দ্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কি করোনার চোখরাঙানি ফিরতে চলেছে। বিগত কয়েকদিন ধরে অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য অনেকটাই স্বস্তিতে ছিল আমজনতা।

১৬ মার্চ থেকে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সের ভ্যাকসিন। কর্বেভ্যাক্স দেওয়া হচ্ছে। ষাটোধর্বদের শুরু হয়েছে প্রিকশন হিসেবে বুস্টার ডোজ। এদিকে চিনে শুরু হয়েছে লকডাউন। আগের সেই ঘরবন্দির নিয়ম ফিরে এসেছে। জারি হয়েছে ওয়ার্ক ফর্ম হোম-এর আদেশ। চিনের পাশাপাশি  দক্ষিণ কোরিয়া-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ার কারণে নতুন করে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়ন ফল! তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্সে বন্ধ স্কুল, ইতালির ১৭ শহরে সতর্কতা

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার একটি জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আধিকারিকদের মন্ত্রী নতুন করে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক বলেন,  সংক্রমণের দিকে কড়া নজর রাখতে হবে। আরও বেশি পরিমাণে জিনোম সিকোয়েন্সিং করতে হবে ও নজরদারি চালাতে হবে। এই আলোচনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব, ফার্মা সচিব, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টারা।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

ইজরায়েলের চিকিৎসকদের একটি ঘোষণায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।  সেখানে বলা হয়েছে,  ওমিক্রন নয়, করোনার নতুন একটি স্ট্রেন পাওয়া গিয়েছে। যার  ফলে আতঙ্ক বেড়েছে। মনে করা হচ্ছে, রূপ পাল্টে শক্তি বাড়িয়ে ফিরে এসেছে করোনা। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ১৬ মার্চ, বুধবার ঘোষণা করা হয়েছে যে এই নতুন স্ট্রেনের আক্রমণের মুখে এখনও পড়েনি বিশ্ব। তবে ইজরায়েলের বিমানবন্দরে করোনা পরীক্ষা করার সময় বিদেশ থেকে আগত যাত্রীদের শরীরেই এই এই বিশেষ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। সে দেশে এখনও পর্যন্ত এই বিশেষ স্ট্রেনে আক্রান্ত দুজন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাঁদের শরীরে সামান্য উপসর্গ রয়েছে।

আরও পড়ুন: আগামী পাঁচ বছরে গ্লোবাল তাপমাত্রা হবে সর্বোচ্চে: ডব্লিউএমও

এর ফলেই ফের নতুন করে আতঙ্ক বাড়ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের করোনার চোখরাঙানি! নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগে বিশ্ব, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর কেন্দ্রের

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কি করোনার চোখরাঙানি ফিরতে চলেছে। বিগত কয়েকদিন ধরে অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য অনেকটাই স্বস্তিতে ছিল আমজনতা।

১৬ মার্চ থেকে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সের ভ্যাকসিন। কর্বেভ্যাক্স দেওয়া হচ্ছে। ষাটোধর্বদের শুরু হয়েছে প্রিকশন হিসেবে বুস্টার ডোজ। এদিকে চিনে শুরু হয়েছে লকডাউন। আগের সেই ঘরবন্দির নিয়ম ফিরে এসেছে। জারি হয়েছে ওয়ার্ক ফর্ম হোম-এর আদেশ। চিনের পাশাপাশি  দক্ষিণ কোরিয়া-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ার কারণে নতুন করে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়ন ফল! তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্সে বন্ধ স্কুল, ইতালির ১৭ শহরে সতর্কতা

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার একটি জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আধিকারিকদের মন্ত্রী নতুন করে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক বলেন,  সংক্রমণের দিকে কড়া নজর রাখতে হবে। আরও বেশি পরিমাণে জিনোম সিকোয়েন্সিং করতে হবে ও নজরদারি চালাতে হবে। এই আলোচনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব, ফার্মা সচিব, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টারা।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

ইজরায়েলের চিকিৎসকদের একটি ঘোষণায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।  সেখানে বলা হয়েছে,  ওমিক্রন নয়, করোনার নতুন একটি স্ট্রেন পাওয়া গিয়েছে। যার  ফলে আতঙ্ক বেড়েছে। মনে করা হচ্ছে, রূপ পাল্টে শক্তি বাড়িয়ে ফিরে এসেছে করোনা। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ১৬ মার্চ, বুধবার ঘোষণা করা হয়েছে যে এই নতুন স্ট্রেনের আক্রমণের মুখে এখনও পড়েনি বিশ্ব। তবে ইজরায়েলের বিমানবন্দরে করোনা পরীক্ষা করার সময় বিদেশ থেকে আগত যাত্রীদের শরীরেই এই এই বিশেষ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। সে দেশে এখনও পর্যন্ত এই বিশেষ স্ট্রেনে আক্রান্ত দুজন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাঁদের শরীরে সামান্য উপসর্গ রয়েছে।

আরও পড়ুন: আগামী পাঁচ বছরে গ্লোবাল তাপমাত্রা হবে সর্বোচ্চে: ডব্লিউএমও

এর ফলেই ফের নতুন করে আতঙ্ক বাড়ছে।