১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে উঠতে দেওয়া হলনা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, কারণ জানলে চমকে উঠবেন আপনিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ নিয়ম সবার জন্য সমান, তাই ভোর চারটে বেজে ৫৫ মিনিটে ছিল বোর্ডিং টাইম, কিন্তু সকাল ৫টা বেজে ১২ মিনিটে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হলনা প্রখ্যাত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।  অভিনেত্রীর দাবি ৪০ মিনিট ধরে অনেক  অনুরোধ- উপরোধ করেও করেও বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বিমানে উঠতে দেননি।

ঠিক কি ঘটেছিল? শুটিংয়ের জন্য আহমেদাবাদ যাওয়ার কথা  ঋতুপর্ণার।সেখানেই দিনরাতের শুটিং ছিল তাঁর। কিন্তু মিনিট দশেক দেরী করে ফেলার জন্য তাঁকে বোর্ডিং পাশ ইস্যু করা হয়নি। অভিনেত্রীর দাবি তিনি বোঝানোর চেষ্টা করেন যে শুটিঙয়ের জন্য তিনি যাচ্ছেন। তিনি যদি না পৌঁছতে পারেন তাহলে প্রযোজকদের অনেক বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। যদিও তাঁর কথা কানেই তোলা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: হিজাব পরে আসায় কর্নাটকে পরীক্ষা দিতে দেওয়া হলনা দুই পরীক্ষার্থীকে

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি অভিনেত্রীর নাম ধরে বারংবার ঘোষণা করা হয়েছে। করা হয়েছে ফোন। তবে অভিনেত্রীর পাল্টা দাবি তাঁর কাছে আসেনি কোন ফোন।তবে সবমিলিয়ে এই চাপানউতোরের জেরে সকাল থেকেই জমজমাট বিমানবন্দর।

আরও পড়ুন: অহিন্দু হওয়ায় কেরলের মন্দিরে নৃত্য পরিবেশনের অনুমতিই দেওয়া হল না ভারতনাট্যম শিল্পীকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানে উঠতে দেওয়া হলনা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, কারণ জানলে চমকে উঠবেন আপনিও

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নিয়ম সবার জন্য সমান, তাই ভোর চারটে বেজে ৫৫ মিনিটে ছিল বোর্ডিং টাইম, কিন্তু সকাল ৫টা বেজে ১২ মিনিটে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হলনা প্রখ্যাত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।  অভিনেত্রীর দাবি ৪০ মিনিট ধরে অনেক  অনুরোধ- উপরোধ করেও করেও বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বিমানে উঠতে দেননি।

ঠিক কি ঘটেছিল? শুটিংয়ের জন্য আহমেদাবাদ যাওয়ার কথা  ঋতুপর্ণার।সেখানেই দিনরাতের শুটিং ছিল তাঁর। কিন্তু মিনিট দশেক দেরী করে ফেলার জন্য তাঁকে বোর্ডিং পাশ ইস্যু করা হয়নি। অভিনেত্রীর দাবি তিনি বোঝানোর চেষ্টা করেন যে শুটিঙয়ের জন্য তিনি যাচ্ছেন। তিনি যদি না পৌঁছতে পারেন তাহলে প্রযোজকদের অনেক বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। যদিও তাঁর কথা কানেই তোলা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: হিজাব পরে আসায় কর্নাটকে পরীক্ষা দিতে দেওয়া হলনা দুই পরীক্ষার্থীকে

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি অভিনেত্রীর নাম ধরে বারংবার ঘোষণা করা হয়েছে। করা হয়েছে ফোন। তবে অভিনেত্রীর পাল্টা দাবি তাঁর কাছে আসেনি কোন ফোন।তবে সবমিলিয়ে এই চাপানউতোরের জেরে সকাল থেকেই জমজমাট বিমানবন্দর।

আরও পড়ুন: অহিন্দু হওয়ায় কেরলের মন্দিরে নৃত্য পরিবেশনের অনুমতিই দেওয়া হল না ভারতনাট্যম শিল্পীকে