২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সড়ক যোজনার মাধ্যমে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদকে জুড়তে উদ্যোগী কেন্দ্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 91

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্কঃ কেন্দ্রের জাতীয় সড়ক যোজনা মাধ্যমে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মূর্শিদাবাদ এই তিন জেলাকে জুড়তে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে এই রাস্তা তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। এই রাস্তার নামকরণ হবে ৩১২ নম্বর জাতীয় সড়ক। চার লেনের রাস্তার মোট দৈর্ঘ্য হবে ৩১৮ কিমি। চার লেনের জাতীয় সড়ক তৈরি হবে। এই জাতীয় সড়ক শুরু হবে উত্তর ২৪ পরগণার বসিরহাট থেকে। সেখান থেকে যাবে বনগাঁ। বনগাঁ থেকে চলে যাবে কৃষ্ণনগর। সেখান থেকে চাপড়া। এরপর তেহট্ট হয়ে করিমপুর যাবে জাতীয় সড়ক। এরপর রাস্তা যাবে মূর্শিদাবাদ জেলায়। ডোমকল, বহরমপুর, মূর্শিদাবাদ, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে রাস্তা চলে যাবে জঙ্গিপুর পর্যন্ত।

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণের ওয়েবসাইটে এই সড়কের কাজ করতে চেয়ে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। সীমান্ত এলাকা বরাবর এই দীর্ঘ রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের অর্থে সমস্যা হবে না বলে খবর। এই জাতীয় সড়ক নির্মাণে আগামীদিনে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমাকে বাঁচতে দিল না’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নদিয়ার বিএলও

২০১৭ সাল থেকেই এই জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। তবে বিভিন্ন কারণে প্রকল্প আটকে যায়।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

 

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সড়ক যোজনার মাধ্যমে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদকে জুড়তে উদ্যোগী কেন্দ্র

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ কেন্দ্রের জাতীয় সড়ক যোজনা মাধ্যমে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মূর্শিদাবাদ এই তিন জেলাকে জুড়তে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে এই রাস্তা তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। এই রাস্তার নামকরণ হবে ৩১২ নম্বর জাতীয় সড়ক। চার লেনের রাস্তার মোট দৈর্ঘ্য হবে ৩১৮ কিমি। চার লেনের জাতীয় সড়ক তৈরি হবে। এই জাতীয় সড়ক শুরু হবে উত্তর ২৪ পরগণার বসিরহাট থেকে। সেখান থেকে যাবে বনগাঁ। বনগাঁ থেকে চলে যাবে কৃষ্ণনগর। সেখান থেকে চাপড়া। এরপর তেহট্ট হয়ে করিমপুর যাবে জাতীয় সড়ক। এরপর রাস্তা যাবে মূর্শিদাবাদ জেলায়। ডোমকল, বহরমপুর, মূর্শিদাবাদ, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে রাস্তা চলে যাবে জঙ্গিপুর পর্যন্ত।

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণের ওয়েবসাইটে এই সড়কের কাজ করতে চেয়ে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। সীমান্ত এলাকা বরাবর এই দীর্ঘ রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের অর্থে সমস্যা হবে না বলে খবর। এই জাতীয় সড়ক নির্মাণে আগামীদিনে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমাকে বাঁচতে দিল না’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নদিয়ার বিএলও

২০১৭ সাল থেকেই এই জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। তবে বিভিন্ন কারণে প্রকল্প আটকে যায়।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

 

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের