পুবের কলম ওয়েবডেস্কঃগত ১২২ বছরের মধ্যে উষ্ণতম মার্চ পার করলো দেশ। নয়া দিল্লির মৌসম ভবন সূত্রে এই তথ্য জানা যাচ্ছে। ১৯০১ সালে শেষবারের মত মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১.৮৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল।আবহবিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনই এর অন্যতম কারণ।চলতি বছরের শুরু থেকেই বিগত দুটি দশকের থেকে উষ্ণতম হতে চলেছে।তাপপ্রবাহ,ঘূর্ণিঝড়, অতিবৃষ্টির জন্যই ভারতে এই ধরণের জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

এবারের মার্চের দ্বিতীয় ভাগে দেশের বিভিন্ন অংশে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। সেক্ষেত্রে বৃষ্টি ছিল অল্প। আর মার্চেই দিল্লি, হরিয়ানা ছাড়াও উত্তরের পাহাড়ি রাজ্যগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। আবহাওয়া দফতরের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেমন দিল্লি, চন্দ্রপুর, জম্মু, ধরমশালা, পাতিয়ালা, দেরাদুন, গোয়ালিয়র, কোটা, পুনেতে দিনের তাপমাত্রা আগেকার সব রেকর্ড ভেঙে দিয়েছে।






























