মারিওপলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের নয়া সময়সীমা দিল রাশিয়া

- আপডেট : ২০ এপ্রিল ২০২২, বুধবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে দেশটির অবরুদ্ধ হয়ে পড়া সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়া বেঁধে দিল নতুন সময়সীমা। শহরটিতে রাশিয়া জোরদার সামরিক অভিযান চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, সম্পূর্ণ মানবিক অবস্থান থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের জাতীয়তাবাদী সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের ২০ এপ্রিল বেলা দুটোর মধ্যে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছে।
এর আগে রাশিয়া মারিওপল শহরে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু তখন ইউক্রেনের একজন সেনাও আত্মসমর্পণ করেনি। বর্তমানে হাজার হাজার রুশ সেনা গোলন্দাজ এবং রকেট ইউনিট এর সহায়তায় সামনে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়ার এই বাহিনী দনবাস এলাকা মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন, যাইহোক তারা আত্মসমর্পণ করবে না । তবে দেশটির জেনারেল স্টাফ বুধবার দিনের শুরুতেই বলেছেন, আজভস্তাল ইস্পাত কারখানার কাছে লড়াই চলছে এবং রাশিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অভিযান চালানোর চেষ্টা করছে।
মঙ্গলবার শেষ বেলায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, মারিওপল শহরের ইস্পাত কারখানায় হামলার জন্য রাশিয়ার সেনারা বাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করছে। এদিকে, মারিয়াপল শহরে লড়াইরত ইউক্রেনের মেরিন সেনাদের কমান্ডার শেরহি ভোলিনা বলেছেন যে, তার সেনারা সেখানে শেষ দিনগুলোও পার করছে।
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক ফেসবুকে লিখেছেন, নারী, শিশু এবং বয়স্ক মানুষদেরকে এই সমঝোতার আওতায় শহর ছেড়ে যেতে দেওয়া হবে।মারিউপোলের মেয়র ভাডিম বোইচেংকো জানিয়েছেন, বুধবার ৬০০০ মানুষকে উদ্ধারের জন্য সেখানে ৯০টি বাস পাঠাবে ইউক্রেন। তিনি বলেন, প্রায় এক লাখ মানুষ এখনো শহরে আটকে আছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এ পর্যন্ত একটি মাত্র বড় শহর, খারসন দখল করতে পেরেছে। মারিউপোল দখল করতে পারলে প্রেসিডেন্ট পুতিন তার দেশের জনগণকে দেখাতে পারবেন যে রাশিয়া যে লক্ষ্য নিয়ে সেখানে গেছে, তা অর্জিত হচ্ছে।