১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

থেমে গেল সুরের ঝংকার, কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মার প্রয়াণে ট্যুইটে শোকজ্ঞাপন মোদি ও মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 54

পুবের কলম, ওয়েবডেস্ক: কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইট করে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: 23 Years of Modi: মোদির ২৩-বর্ষপূর্তিতে বিজ্ঞাপনবাবদ খরচ কত? জানাল বিবিসি গুজরাত

মোদি ট্যুইটে লেখেন, ‘পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে সঙ্গীতজগতে বিরাট শূন্যতা তৈরি হল। তিনি সন্তুরকে বিশ্বব্যাপি জনপ্রিয় করে তুলে ছিলেন। তাঁর সৃষ্টি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমার তাঁর সঙ্গে সাক্ষাতের সেই সুন্দর মুহূর্ত মনে আছে। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘খুব দুঃখের খবর। প্রখ্যাত সন্তুর বাদক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ভারতীয় সঙ্গীত রচয়িতা পণ্ডিত শিব কুমার শর্মার মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।’

 

আজ মুম্বইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সন্তুরবাদক শিবকুমার শর্মা। দীর্ঘ ৬ বছর ধরে কিডনির সমস্যা ভুগছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা। ডায়ালিসিস চলছিল তাঁর। মাত্র ১৩ বছর বয়সেই সন্তুরে হাতেখড়ি তাঁর। ১৯৫৫ সালে তিনি প্রথম জনসমক্ষে সন্তুরবাদনকে তুলে ধরেন। এক কিংবদন্তি সন্তুরবাদক শিল্পী হিসেবে পণ্ডিত শিবকুমার শর্মা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯১ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

দীর্ঘ দুই বছরে করোনা অতিমারির কারণে পণ্ডিত শিবকুমার শর্মা নিজ বাসভবনে বেশির ভাগ সময় কাটিয়েছেন। মাঝে মধ্যে অনুষ্ঠানে জন্য তিনি খুব কম সময়ের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

থেমে গেল সুরের ঝংকার, কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মার প্রয়াণে ট্যুইটে শোকজ্ঞাপন মোদি ও মমতার

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইট করে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: 23 Years of Modi: মোদির ২৩-বর্ষপূর্তিতে বিজ্ঞাপনবাবদ খরচ কত? জানাল বিবিসি গুজরাত

মোদি ট্যুইটে লেখেন, ‘পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে সঙ্গীতজগতে বিরাট শূন্যতা তৈরি হল। তিনি সন্তুরকে বিশ্বব্যাপি জনপ্রিয় করে তুলে ছিলেন। তাঁর সৃষ্টি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমার তাঁর সঙ্গে সাক্ষাতের সেই সুন্দর মুহূর্ত মনে আছে। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘খুব দুঃখের খবর। প্রখ্যাত সন্তুর বাদক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ভারতীয় সঙ্গীত রচয়িতা পণ্ডিত শিব কুমার শর্মার মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।’

 

আজ মুম্বইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সন্তুরবাদক শিবকুমার শর্মা। দীর্ঘ ৬ বছর ধরে কিডনির সমস্যা ভুগছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা। ডায়ালিসিস চলছিল তাঁর। মাত্র ১৩ বছর বয়সেই সন্তুরে হাতেখড়ি তাঁর। ১৯৫৫ সালে তিনি প্রথম জনসমক্ষে সন্তুরবাদনকে তুলে ধরেন। এক কিংবদন্তি সন্তুরবাদক শিল্পী হিসেবে পণ্ডিত শিবকুমার শর্মা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯১ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

দীর্ঘ দুই বছরে করোনা অতিমারির কারণে পণ্ডিত শিবকুমার শর্মা নিজ বাসভবনে বেশির ভাগ সময় কাটিয়েছেন। মাঝে মধ্যে অনুষ্ঠানে জন্য তিনি খুব কম সময়ের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন।