২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবা- মাকে লুকিয়ে মেদ কমানোর অস্ত্রোপচার, মৃত্যু কন্নড় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ বাবা- মা কে লুকিয়েই মেদ কমানো বা ওবেসিটি অস্ত্রোপচার এর জন্য যান কন্নড় ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। ফল হল মর্মান্তিক, মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হলেন  অভিনেত্রী চেতনা রাজ।

চেতনার বাবা গোবিন্দ রাজ সংবাদসংস্থাকে জানিয়েছেন তাঁরা মেয়ের এই অস্ত্রোপচার নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।সোমবার সকাল সাড়ে ৮টায় তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।যখন অভিভাবকরা জেনেছেন ততক্ষণে শুরু হয়ে গিয়েছে অপারেশান।গোবিন্দ আরও বলেছেন এই ধরনের সার্জারি করার উপযুক্ত পরিকাঠামো হাসপাতালের ছিলোনা। অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।চেতনা রাজ বেঙ্গালুরুর আবিগেরের বাসিন্দা। কন্নড় ছোটপর্দায় তিনি ছিলেন পরিচিত মুখ। জনপ্রিয় সিরিয়াল ‘গীথা’, ‘ডোরেসানি’, ‘ওলাভিনা নীলদানা’-এ অভিনয় করেছিলেন। একটি কন্নড় সিনেমা ‘হাওয়ায়ামি’-তেও অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

চেতনার বাবা আরও জানিয়েছেন তাদের মেয়ের ফুসফুসে পানি জমে যায়। তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। গোবিন্দর দাবি তাঁদের মেয়েকে আইসিইউতে দেওয়া হলেও সেখানেও সঠিক পরিকাঠমো ছিলনা।   কন্যাহারা বাবা বলছেন “হাসপাতালের অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বাবা-মায়ের অনুমতি ছাড়া এবং যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করেছেন।”  শোকস্তব্ধ বাবা জানিয়েছেন “আমার মেয়ে যে সুস্থ ছিল শুধু  তাই নয়, তার একটা সুন্দর মন ছিল। সে তার বন্ধুদের সঙ্গে হাসপাতালে যায়, কেউ তাকে বুঝিয়েছিল তার কোমরে মেদ বেশি আছে। সেই মেদ  কমানোর এই অস্ত্রোপচার জরুরি। যা তাকে আরও সৌন্দর্য দেবে।পরিবারের কোনো সদস্যের সঙ্গে  পরামর্শ না করেই সে অস্ত্রোপচারের জন্য এসেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে,”  “অভিযোগের ভিত্তিতে, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং আমরা ক্লিনিকের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য পোস্টমর্টেম রিপোর্টটি মেডিকেল কাউন্সিলের কাছে পাঠাব,” এমনটাই জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। বুধবার ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি দেহ।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা- মাকে লুকিয়ে মেদ কমানোর অস্ত্রোপচার, মৃত্যু কন্নড় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বাবা- মা কে লুকিয়েই মেদ কমানো বা ওবেসিটি অস্ত্রোপচার এর জন্য যান কন্নড় ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। ফল হল মর্মান্তিক, মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হলেন  অভিনেত্রী চেতনা রাজ।

চেতনার বাবা গোবিন্দ রাজ সংবাদসংস্থাকে জানিয়েছেন তাঁরা মেয়ের এই অস্ত্রোপচার নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।সোমবার সকাল সাড়ে ৮টায় তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।যখন অভিভাবকরা জেনেছেন ততক্ষণে শুরু হয়ে গিয়েছে অপারেশান।গোবিন্দ আরও বলেছেন এই ধরনের সার্জারি করার উপযুক্ত পরিকাঠামো হাসপাতালের ছিলোনা। অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।চেতনা রাজ বেঙ্গালুরুর আবিগেরের বাসিন্দা। কন্নড় ছোটপর্দায় তিনি ছিলেন পরিচিত মুখ। জনপ্রিয় সিরিয়াল ‘গীথা’, ‘ডোরেসানি’, ‘ওলাভিনা নীলদানা’-এ অভিনয় করেছিলেন। একটি কন্নড় সিনেমা ‘হাওয়ায়ামি’-তেও অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

চেতনার বাবা আরও জানিয়েছেন তাদের মেয়ের ফুসফুসে পানি জমে যায়। তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। গোবিন্দর দাবি তাঁদের মেয়েকে আইসিইউতে দেওয়া হলেও সেখানেও সঠিক পরিকাঠমো ছিলনা।   কন্যাহারা বাবা বলছেন “হাসপাতালের অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বাবা-মায়ের অনুমতি ছাড়া এবং যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করেছেন।”  শোকস্তব্ধ বাবা জানিয়েছেন “আমার মেয়ে যে সুস্থ ছিল শুধু  তাই নয়, তার একটা সুন্দর মন ছিল। সে তার বন্ধুদের সঙ্গে হাসপাতালে যায়, কেউ তাকে বুঝিয়েছিল তার কোমরে মেদ বেশি আছে। সেই মেদ  কমানোর এই অস্ত্রোপচার জরুরি। যা তাকে আরও সৌন্দর্য দেবে।পরিবারের কোনো সদস্যের সঙ্গে  পরামর্শ না করেই সে অস্ত্রোপচারের জন্য এসেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে,”  “অভিযোগের ভিত্তিতে, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং আমরা ক্লিনিকের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য পোস্টমর্টেম রিপোর্টটি মেডিকেল কাউন্সিলের কাছে পাঠাব,” এমনটাই জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। বুধবার ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি দেহ।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের