১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ব্রিটিশ এমপি

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সমস্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি ব্রিটিশ সংসদে পর্ণকাণ্ডের পর এবার ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একজন সাংসদকে গ্রেফতার করা হয়েছে। ওই সাংসদের নাম প্রকাশিত হয়নি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে বেশকিছু অপরাধ সংঘটিত হয়েছিল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালীন ওই সাংসদকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ। গ্রেফতার হওয়া এমপির বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘২০২০ সালের জানুয়ারিতে যৌন অপরাধ নিয়ে একটি অভিযোগ পেয়েছিল লন্ডন পুলিশ। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অশ্লীল হামলা, যৌন নিপীড়ন, ধর্ষণ এবং সরকারি ক্ষমতার অপব্যবহারে সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’ সূত্রের খবর, কনজারভেটিভ পার্টির এই সাংসদের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় এখনও জনসমক্ষে নিয়ে আসা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পুলিশ বর্তমানে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া শেষ হয়, আমরা কোনও মন্তব্য করব না।’ এর আগে ব্রিটেনের পার্লামেন্ট অর্থাৎ হাউস অব কমন্সে ঘটে যাওয়া একটি লজ্জাজনক বিষয় সামনে আসে। সংসদে বসেই পর্ন দেখছিলেন ৬৫ বছর বয়স্ক সাংসদ নিল পেরিশ। সাংসদের এই কর্মকাণ্ড দেখে ফেলেন এক মহিলা। এর পরে ব্যাপক তোলপাড় হয়।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ব্রিটিশ এমপি

আপডেট : ১৮ মে ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সমস্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি ব্রিটিশ সংসদে পর্ণকাণ্ডের পর এবার ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একজন সাংসদকে গ্রেফতার করা হয়েছে। ওই সাংসদের নাম প্রকাশিত হয়নি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে বেশকিছু অপরাধ সংঘটিত হয়েছিল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালীন ওই সাংসদকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ। গ্রেফতার হওয়া এমপির বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘২০২০ সালের জানুয়ারিতে যৌন অপরাধ নিয়ে একটি অভিযোগ পেয়েছিল লন্ডন পুলিশ। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অশ্লীল হামলা, যৌন নিপীড়ন, ধর্ষণ এবং সরকারি ক্ষমতার অপব্যবহারে সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’ সূত্রের খবর, কনজারভেটিভ পার্টির এই সাংসদের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় এখনও জনসমক্ষে নিয়ে আসা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পুলিশ বর্তমানে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া শেষ হয়, আমরা কোনও মন্তব্য করব না।’ এর আগে ব্রিটেনের পার্লামেন্ট অর্থাৎ হাউস অব কমন্সে ঘটে যাওয়া একটি লজ্জাজনক বিষয় সামনে আসে। সংসদে বসেই পর্ন দেখছিলেন ৬৫ বছর বয়স্ক সাংসদ নিল পেরিশ। সাংসদের এই কর্মকাণ্ড দেখে ফেলেন এক মহিলা। এর পরে ব্যাপক তোলপাড় হয়।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী