০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়াকে ১৬ গোল উপহার, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে এশিয়া কাপ হকিতে এক অনবদ্য নজির সৃষ্টি করলো ভারত। এই জয়ের ফলে এশিয়া কাপ হকিতে নকআউটে উঠে গেল ভারত। সুপার ফোরে উঠতে গেলে ভারতকে ন্যূনতম ১৫-০ ব্যবধানে জিততেই হত। সেই লক্ষ্যমাত্রা ভারত তো পূর্ণ করেইছে, উপরন্তু একটি বেশি গোল দিয়েছে। তার ফলে এশিয়া কাপ হকিতে সুপার ফোর এ উঠতে কোনও অসুবিধেই হল না ভারতের। ভারতের হয়ে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করলেন দীপসন তিরকে। এছাড়াও হ্যাটট্রিক করেছেন বেলিমগগা। দুটি করে গোল করলেন সেলভম কার্থি, সোমওয়ারপথ সুনীল ও রাজভর। উত্তম সিং, বীরেন্দ্র লাকরা, নিলম একটি করে গোল করেন। এর আগে ইন্দোনেশিয়াকে ১৩ গোল দিয়েছিল পাকিস্তান । ফলে ভারতের কাছে কাজটা বেশ কঠিন ছিল।

এদিন প্রথম তিনটি কোয়ার্টারে ১০ টি গোল দেয় ভারত । শেষ কোয়াটারে ছটি গোল করেন ভারতীয় খেলোয়াড়রা। অন্য একটি ম্যাচে পাকিস্তান আগের দিন ২-৩ গোলে জাপানের কাছে হেরে যায়। ফলে ভারতের পক্ষে রেকর্ড সংখ্যক গোল করে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার রাস্তাও পরিষ্কার হয়ে যায়। প্রসঙ্গত ভারতের মাটিতেই রয়েছে হকি বিশ্বকাপ। কিন্তু ভারত ১৬-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে সুপার ফোরে ওঠায় বিশ্বকাপের রাস্তা বন্ধ হয়ে গেল পাকিস্তানের। কারণ আয়োজক দেশ হিসেবে ভারত বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপের সুপার ফোরের বাকি তিনটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারত ছাড়াও এশিয়া কাপের সুপার ফোরে গেল জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোনেশিয়াকে ১৬ গোল উপহার, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে এশিয়া কাপ হকিতে এক অনবদ্য নজির সৃষ্টি করলো ভারত। এই জয়ের ফলে এশিয়া কাপ হকিতে নকআউটে উঠে গেল ভারত। সুপার ফোরে উঠতে গেলে ভারতকে ন্যূনতম ১৫-০ ব্যবধানে জিততেই হত। সেই লক্ষ্যমাত্রা ভারত তো পূর্ণ করেইছে, উপরন্তু একটি বেশি গোল দিয়েছে। তার ফলে এশিয়া কাপ হকিতে সুপার ফোর এ উঠতে কোনও অসুবিধেই হল না ভারতের। ভারতের হয়ে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করলেন দীপসন তিরকে। এছাড়াও হ্যাটট্রিক করেছেন বেলিমগগা। দুটি করে গোল করলেন সেলভম কার্থি, সোমওয়ারপথ সুনীল ও রাজভর। উত্তম সিং, বীরেন্দ্র লাকরা, নিলম একটি করে গোল করেন। এর আগে ইন্দোনেশিয়াকে ১৩ গোল দিয়েছিল পাকিস্তান । ফলে ভারতের কাছে কাজটা বেশ কঠিন ছিল।

এদিন প্রথম তিনটি কোয়ার্টারে ১০ টি গোল দেয় ভারত । শেষ কোয়াটারে ছটি গোল করেন ভারতীয় খেলোয়াড়রা। অন্য একটি ম্যাচে পাকিস্তান আগের দিন ২-৩ গোলে জাপানের কাছে হেরে যায়। ফলে ভারতের পক্ষে রেকর্ড সংখ্যক গোল করে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার রাস্তাও পরিষ্কার হয়ে যায়। প্রসঙ্গত ভারতের মাটিতেই রয়েছে হকি বিশ্বকাপ। কিন্তু ভারত ১৬-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে সুপার ফোরে ওঠায় বিশ্বকাপের রাস্তা বন্ধ হয়ে গেল পাকিস্তানের। কারণ আয়োজক দেশ হিসেবে ভারত বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপের সুপার ফোরের বাকি তিনটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারত ছাড়াও এশিয়া কাপের সুপার ফোরে গেল জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া।