১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সমসাময়িক একগুচ্ছ সমস্যা ও তার সমাধান নিয়ে ছাত্র শিক্ষক অভিভাবকদের  যৌথ কর্মশালা

 

 

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

 

আরও পড়ুন: পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই:   আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব

 

পুবের কলম প্রতিবেদক:  করোনা পরবর্তী সময়ে মানসিক বিপর্যয় থেকে উত্তরণ, মনোযোগের সমস্যা, মোবাইল ও ইন্টারনেটে অতিরিক্ত আসক্তি কাটানোর উপায়, সাইবার ক্রাইম ও সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষা, কর্মসংস্থান ও স্বনির্ভরতা, মনের জোর বাড়ানো ও সুব্যক্তিত্ব মূল্যবোধ গঠন সহ একগুচ্ছ বিষয় নিয়ে মনোজ্ঞ কর্মশালা সম্পন্ন হল।

“আমরা করবো জয়” শীর্ষক কর্মশালায় মনোবিদ ও কেরিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে ছাত্র ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের যৌথ কাউন্সিলিং কর্মশালা এটি। সল্টলেক ইনস্টিটিউট ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট এ্যান্ড ভ্যালু এডুকেশন এবং জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালায়   কলকাতা-‌সহ রাজ্যের বিভিন্ন জেলার বহু মহিলা সহ মোট দুই শতাধিক  প্রতিনিধি উপস্থিত ছিলেন।

“উই স্যাল ওভারকাম” গান দিয়ে  শিক্ষিকা ভাস্বতী দেব রায়ের নেতৃত্বে একদল সদস্য উদ্বোধনী সংগীত পরিবেশনে অনুষ্ঠানের সূচনা হয়। প্রখ্যাত  তিন  প্রধান শিক্ষক, শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। এঁরা হলেন নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা দাস সরকার, কালিয়াচক-২ ব্লকের উত্তরলক্ষীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহা এনামূল হক এবং গাজোল হাতিমারী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ। এদিন স্বাগত ভাষন দেন অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ভাষন দেন কোলকাতা জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) ও জেলা শিক্ষা আধিকারিক আমিনুল আহসান, লেখক ও শিক্ষক ড: পার্থ বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড: পার্থ চট্টোপাধ্যায়, সুখবর পত্রিকার সম্পাদক সমীক ঘোষ প্রমুখ। এছাড়াও প্রখ্যাত মনোবিদ ড: অমরনাথ মল্লিক করোনার পর অভিভাবকরা শিশুদের জন্য মানসিক কী কী করনীয় তা তুলে ধরেন। মনোবিদ ড: দেবাঞ্জন পান ও বিস্তারিত আলোকপাত করেন।

 

বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম  সাইবার নিরাপত্তা নিয়ে আধিকারিকরা সাইবার নিয়ে সচেতনতার পাঠ দেন। এই সময় বেকারদের জন্য বিভিন্ন সেক্টরে কীভাবে কাজের সুযোগ, কেরিয়ার, চাকরি, স্বনিযুক্তি সম্পর্কে ড: পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রনদীপ দাস, অংশুমান ভট্টাচার্য, গার্গী রক্ষিত, নিরুপমা রায়, তীর্থশংকর রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে ভাষণ  দেন সুখবর পত্রিকার সম্পাদক সমীক ঘোষ, হালিশহর জীবনবাদী ক্লাবের কর্মকর্তারা, পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর দেবাশিস দত্ত, বাগনান অজয় কুমার বিশ্বাস, শ্যামনগর  প্রদীপ চট্টোপাধ্যায়, কোলকাতার জগদীশ শিকদার, ব্যারাকপুর বর্নালী মুখার্জী প্রমুখ। মঞ্চ ম্যানেজমেন্টে  ছিলেন সাংবাদিক ও জীবনবাদী সদস্য রেজাউল করিম এবং সভা সঞ্চালনা করেন লেখিকা নন্দিতা আচার্য চক্রবর্তী।

 

 

সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমসাময়িক একগুচ্ছ সমস্যা ও তার সমাধান নিয়ে ছাত্র শিক্ষক অভিভাবকদের  যৌথ কর্মশালা

আপডেট : ২৯ মে ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

 

আরও পড়ুন: পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই:   আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব

 

পুবের কলম প্রতিবেদক:  করোনা পরবর্তী সময়ে মানসিক বিপর্যয় থেকে উত্তরণ, মনোযোগের সমস্যা, মোবাইল ও ইন্টারনেটে অতিরিক্ত আসক্তি কাটানোর উপায়, সাইবার ক্রাইম ও সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষা, কর্মসংস্থান ও স্বনির্ভরতা, মনের জোর বাড়ানো ও সুব্যক্তিত্ব মূল্যবোধ গঠন সহ একগুচ্ছ বিষয় নিয়ে মনোজ্ঞ কর্মশালা সম্পন্ন হল।

“আমরা করবো জয়” শীর্ষক কর্মশালায় মনোবিদ ও কেরিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে ছাত্র ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের যৌথ কাউন্সিলিং কর্মশালা এটি। সল্টলেক ইনস্টিটিউট ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট এ্যান্ড ভ্যালু এডুকেশন এবং জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালায়   কলকাতা-‌সহ রাজ্যের বিভিন্ন জেলার বহু মহিলা সহ মোট দুই শতাধিক  প্রতিনিধি উপস্থিত ছিলেন।

“উই স্যাল ওভারকাম” গান দিয়ে  শিক্ষিকা ভাস্বতী দেব রায়ের নেতৃত্বে একদল সদস্য উদ্বোধনী সংগীত পরিবেশনে অনুষ্ঠানের সূচনা হয়। প্রখ্যাত  তিন  প্রধান শিক্ষক, শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। এঁরা হলেন নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা দাস সরকার, কালিয়াচক-২ ব্লকের উত্তরলক্ষীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহা এনামূল হক এবং গাজোল হাতিমারী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ। এদিন স্বাগত ভাষন দেন অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ভাষন দেন কোলকাতা জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) ও জেলা শিক্ষা আধিকারিক আমিনুল আহসান, লেখক ও শিক্ষক ড: পার্থ বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড: পার্থ চট্টোপাধ্যায়, সুখবর পত্রিকার সম্পাদক সমীক ঘোষ প্রমুখ। এছাড়াও প্রখ্যাত মনোবিদ ড: অমরনাথ মল্লিক করোনার পর অভিভাবকরা শিশুদের জন্য মানসিক কী কী করনীয় তা তুলে ধরেন। মনোবিদ ড: দেবাঞ্জন পান ও বিস্তারিত আলোকপাত করেন।

 

বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম  সাইবার নিরাপত্তা নিয়ে আধিকারিকরা সাইবার নিয়ে সচেতনতার পাঠ দেন। এই সময় বেকারদের জন্য বিভিন্ন সেক্টরে কীভাবে কাজের সুযোগ, কেরিয়ার, চাকরি, স্বনিযুক্তি সম্পর্কে ড: পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রনদীপ দাস, অংশুমান ভট্টাচার্য, গার্গী রক্ষিত, নিরুপমা রায়, তীর্থশংকর রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে ভাষণ  দেন সুখবর পত্রিকার সম্পাদক সমীক ঘোষ, হালিশহর জীবনবাদী ক্লাবের কর্মকর্তারা, পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর দেবাশিস দত্ত, বাগনান অজয় কুমার বিশ্বাস, শ্যামনগর  প্রদীপ চট্টোপাধ্যায়, কোলকাতার জগদীশ শিকদার, ব্যারাকপুর বর্নালী মুখার্জী প্রমুখ। মঞ্চ ম্যানেজমেন্টে  ছিলেন সাংবাদিক ও জীবনবাদী সদস্য রেজাউল করিম এবং সভা সঞ্চালনা করেন লেখিকা নন্দিতা আচার্য চক্রবর্তী।