১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান মান্না

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
  • / 21

আইভি আদক, হাওড়া: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান। পড়ার বাইরে ক্রিকেটের অন্ধ ভক্ত সে। রোহিত শর্মার ফ্যান। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে হাওড়ার বালির ছাত্র অর্চিষ্মান মান্না। সে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে ৯৮.৪%।

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান মান্না

আরও পড়ুন: ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা

এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বালির কালিতলা লেনের বাড়িতে বসে অর্চিষ্মান জানায়, স্কুলের হোস্টেলে থেকেও তাকে পড়াশোনা করতে হয়েছে। শিক্ষকরা পড়াশোনার বিষয়ে যথেষ্ট সাহায্য করেছেন।

আরও পড়ুন: চলন্ত অবস্থায় দু’ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

এমনকি, রাতের দিকেও অনলাইনে শিক্ষকরা পড়ার ব্যাপারে সহায়তা করেছেন। পড়াশোনা করতে হয়েছে মিশনের রুটিন মেনে। পড়ার বাইরে অর্চিষ্মান ক্রিকেটের অন্ধ ভক্ত।

আরও পড়ুন: মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা

রোহিত শর্মার ফ্যান। আর রাত জেগে ফুটবল দেখার নেশা তার। গান শোনে অবসর সময়ে। এখন ভবিষ্যতের স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে চায় সে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান মান্না

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার

আইভি আদক, হাওড়া: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান। পড়ার বাইরে ক্রিকেটের অন্ধ ভক্ত সে। রোহিত শর্মার ফ্যান। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে হাওড়ার বালির ছাত্র অর্চিষ্মান মান্না। সে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে ৯৮.৪%।

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান মান্না

আরও পড়ুন: ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা

এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বালির কালিতলা লেনের বাড়িতে বসে অর্চিষ্মান জানায়, স্কুলের হোস্টেলে থেকেও তাকে পড়াশোনা করতে হয়েছে। শিক্ষকরা পড়াশোনার বিষয়ে যথেষ্ট সাহায্য করেছেন।

আরও পড়ুন: চলন্ত অবস্থায় দু’ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

এমনকি, রাতের দিকেও অনলাইনে শিক্ষকরা পড়ার ব্যাপারে সহায়তা করেছেন। পড়াশোনা করতে হয়েছে মিশনের রুটিন মেনে। পড়ার বাইরে অর্চিষ্মান ক্রিকেটের অন্ধ ভক্ত।

আরও পড়ুন: মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা

রোহিত শর্মার ফ্যান। আর রাত জেগে ফুটবল দেখার নেশা তার। গান শোনে অবসর সময়ে। এখন ভবিষ্যতের স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে চায় সে।