২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হজ যাত্রীদের সংবর্ধনা দিলো জেলা পুলিশ।

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুন ২০২২, সোমবার
  • / 49

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়িঃ ৯ মহিলা সহ মোট ৩২জন হজ যাত্রীকে সংবর্ধনা দিলো জেলা পুলিশ । আগামী ২৭ জুন হজ যাত্রা শুরু হবে । এবং ৪২ দিন পর আবারও দেশের মাটিতে পা দেবেন তারা।তার আগে সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে হজ যাত্রীদের সংবর্ধনা দেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

হজ যাত্রীদের সঙ্গে সঙ্গে উক্ত এলাকার ইমামদের সংবর্ধনা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন আমরা আজ হজযাত্রী ও ইমামদের সংবর্ধনা দিলাম। তারা যেন সুস্থ শরীরে হজ যাত্রা সেরে আবারও নিজের দেশে ফিরে আসতে পারে এই কামনা করি।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

 

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

উল্লেখ্য, কোভিডের কারণে পর পর দু’বছর হজের মওসুমে কলকাতা বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্যটি দেখা যায়নি। কলকাতা বিমানবন্দর দিয়ে বেশ কয়েক হাজার তীর্থযাত্রী রওয়ানা দিচ্ছেন মক্কা শরীফের উদ্দেশে, আর সেই কারণে চূড়ান্ত ব্যস্ততা বিমানবন্দর জুড়ে। চিরাচরিত দৃশ্যটি কোভিডের কারণে পর পর দু’বছর অনুপস্থিত ছিল। এবার পুনরায় দেখা যাচ্ছে নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে হজযাত্রীদের সক্রিয় উপস্থিতি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সেই ব্যস্ততা।

১৭ জুন সকালে কলকাতা থেকে ৩৬৫জন হজযাত্রীকে নিয়ে সউদি এয়ারলাইন্সের উড়ান আকাশ পথে পাড়ি দেয় পবিত্র মক্কা শরীফের উদ্দেশে। মোটামুটি এদের সকলেই কলকাতার বাসিন্দা। এছাড়া একই দিনের বিকেলেও আরও একটি ফ্লাইট কলকাতা থেকে উড়ান দিয়েছিল মক্কার পথে। এই ফ্লাইটে থাকবেন অসম এবং হাওড়ার হজ গমণেচ্ছুরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ যাত্রীদের সংবর্ধনা দিলো জেলা পুলিশ।

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়িঃ ৯ মহিলা সহ মোট ৩২জন হজ যাত্রীকে সংবর্ধনা দিলো জেলা পুলিশ । আগামী ২৭ জুন হজ যাত্রা শুরু হবে । এবং ৪২ দিন পর আবারও দেশের মাটিতে পা দেবেন তারা।তার আগে সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে হজ যাত্রীদের সংবর্ধনা দেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

হজ যাত্রীদের সঙ্গে সঙ্গে উক্ত এলাকার ইমামদের সংবর্ধনা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন আমরা আজ হজযাত্রী ও ইমামদের সংবর্ধনা দিলাম। তারা যেন সুস্থ শরীরে হজ যাত্রা সেরে আবারও নিজের দেশে ফিরে আসতে পারে এই কামনা করি।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

 

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

উল্লেখ্য, কোভিডের কারণে পর পর দু’বছর হজের মওসুমে কলকাতা বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্যটি দেখা যায়নি। কলকাতা বিমানবন্দর দিয়ে বেশ কয়েক হাজার তীর্থযাত্রী রওয়ানা দিচ্ছেন মক্কা শরীফের উদ্দেশে, আর সেই কারণে চূড়ান্ত ব্যস্ততা বিমানবন্দর জুড়ে। চিরাচরিত দৃশ্যটি কোভিডের কারণে পর পর দু’বছর অনুপস্থিত ছিল। এবার পুনরায় দেখা যাচ্ছে নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে হজযাত্রীদের সক্রিয় উপস্থিতি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সেই ব্যস্ততা।

১৭ জুন সকালে কলকাতা থেকে ৩৬৫জন হজযাত্রীকে নিয়ে সউদি এয়ারলাইন্সের উড়ান আকাশ পথে পাড়ি দেয় পবিত্র মক্কা শরীফের উদ্দেশে। মোটামুটি এদের সকলেই কলকাতার বাসিন্দা। এছাড়া একই দিনের বিকেলেও আরও একটি ফ্লাইট কলকাতা থেকে উড়ান দিয়েছিল মক্কার পথে। এই ফ্লাইটে থাকবেন অসম এবং হাওড়ার হজ গমণেচ্ছুরা।