২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে নয়,রাস্তায় লাঙল বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপন! অভিনব প্রতিবাদে হইচই এলাকায়।

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
  • / 42

শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: রীতিমতো বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপণ করলেন এলাকার বাসিন্দারা। এই রাস্তা নিয়ে একাধিকবার খবর সম্প্রচারিত হয়েছিল, বেহাল রাস্তার কথা বিভিন্ন স্তরে জানিয়েও এই রাস্তা সংস্কারের বিষয়ে কেউ কোনরকম কর্ণপাত করেনি। আজ তাই বাধ্য হয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন সাকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার এলাকা বাসিন্দারা ।

 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

একশো বছরের পুরনো এই রাস্তা দিয়ে দিনে পাঁচ – সাত হাজার মানুষ যাতায়াত করে। রাস্তায় জল কাদায় পরিপূর্ণ এই রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। তাই এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে অভিনব প্রতিবাদ সংগঠিত করলেন। রাস্তায় রীতিমতো বলদ দিয়ে হাল চাষ করে কাদাতে ধানের চারা রোপন করলেন।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

 

আরও পড়ুন: ‘আদিপুরুষ’  ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে,  হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা বলছেন এরপরেও যদি কুম্ভকর্ণের ঘুম না ভাঙ্গে তবে ওই রাস্তায় আলু চাষ করবেন! ১৯৭ পার্টের গ্রাম পঞ্চায়েত সদস্যা নুরজাহান খাতুন রীতিমত হতাশ কণ্ঠে বললেন তিনি প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদ সদস্য কে একশো বছরের পুরনো এই রাস্তার বেহালদশার কথা জানিয়েছেন, প্রধানকেও লিখিত দিয়েছেন কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি।

 

প্রধান বিনোদ বলেন তিনি বিষয়টি শুনেছেন, তবে এই রাস্তা সংস্কার করার মতো ফান্ড পঞ্চায়েতের নেই। তবে কিছু একটা ব্যবস্থা করবেন বলে জানান। সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদ ওড়াও বলেন, ” আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখন আর বি এম পাওয়ার অসুবিধা রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে. “

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঠে নয়,রাস্তায় লাঙল বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপন! অভিনব প্রতিবাদে হইচই এলাকায়।

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার

শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: রীতিমতো বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপণ করলেন এলাকার বাসিন্দারা। এই রাস্তা নিয়ে একাধিকবার খবর সম্প্রচারিত হয়েছিল, বেহাল রাস্তার কথা বিভিন্ন স্তরে জানিয়েও এই রাস্তা সংস্কারের বিষয়ে কেউ কোনরকম কর্ণপাত করেনি। আজ তাই বাধ্য হয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন সাকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার এলাকা বাসিন্দারা ।

 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

একশো বছরের পুরনো এই রাস্তা দিয়ে দিনে পাঁচ – সাত হাজার মানুষ যাতায়াত করে। রাস্তায় জল কাদায় পরিপূর্ণ এই রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। তাই এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে অভিনব প্রতিবাদ সংগঠিত করলেন। রাস্তায় রীতিমতো বলদ দিয়ে হাল চাষ করে কাদাতে ধানের চারা রোপন করলেন।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

 

আরও পড়ুন: ‘আদিপুরুষ’  ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে,  হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা বলছেন এরপরেও যদি কুম্ভকর্ণের ঘুম না ভাঙ্গে তবে ওই রাস্তায় আলু চাষ করবেন! ১৯৭ পার্টের গ্রাম পঞ্চায়েত সদস্যা নুরজাহান খাতুন রীতিমত হতাশ কণ্ঠে বললেন তিনি প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদ সদস্য কে একশো বছরের পুরনো এই রাস্তার বেহালদশার কথা জানিয়েছেন, প্রধানকেও লিখিত দিয়েছেন কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি।

 

প্রধান বিনোদ বলেন তিনি বিষয়টি শুনেছেন, তবে এই রাস্তা সংস্কার করার মতো ফান্ড পঞ্চায়েতের নেই। তবে কিছু একটা ব্যবস্থা করবেন বলে জানান। সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদ ওড়াও বলেন, ” আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখন আর বি এম পাওয়ার অসুবিধা রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে. “