৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাখির চোখ ২০২৪: উত্তরপ্রদেশে সপার সমস্ত কমিটি ভেঙে দিলেন অখিলেশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 55

পুবের কলম ওয়েবডেস্কঃ সমাজবাদীর পার্টির সাংগঠনিক ক্ষেত্রে ব্যপক রদবদল। রাজ্য এবং জেলা স্তরের সমস্ত এগিজিকিউটিভ কমিটি ভেঙে দিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এমনকি ভেঙে দেওয়া হয়েছে সপার মহিলা এবং যুবশাখার পদও। রবিবারে এই কথা জানিয়েছেন অখিলেশ নিজেই।

তবে কেন ভেঙে দেওয়া হল এই কমিটি তা নিয়ে অবশ্য মুখ খোলেননি অখিলেশ। শুধু ভাঙা হয়নি উত্তরপ্রদেশের জেলা সভাপতির পদ। সেই পদে এখনও আছেন নরেশ উত্তম।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

রবিবার সমাজবাদী পার্টির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে অখিলেশ যাদবের  এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব অবিলম্বে, সপার উত্তরপ্রদেশ রাজ্যসভাপতি পদ ব্যতীত, দলের সমস্ত যুব সংগঠনের জাতীয় সভাপতি, মহিলা সভা এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতি, জাতীয় সভাপতি সহ অন্যান্য সমস্ত সেলের  কার্যনির্বাহী পদকে বিলুপ্ত করা হয়েছে৷ ”

আরও পড়ুন: দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের

কেন হটাৎ করেই এই ধরনের সিদ্ধান্ত নিলেন অখিলেশ? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের কথায় উত্তরপ্রদেশে সাম্প্রতিক যে উপনির্বাচন হল তাতে রামগড় এবং আজমপুরে হেরেছে সপা। জিতেছে বিজেপি। তবে যেহেতু পাখির চোখ ২০২৪ তাই কোন খামতি রাখতে চাননা অখিলেশ। এই কারনেই ভেঙে দেওয়া হল দলের এক্সিকিউটিভ কমিটি। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আপাতত দরকার সংগঠনের সম্পূর্ণ ঘষামাজা। আর সেটাই করছেন অখিলেশ।

আরও পড়ুন: সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

উল্লেখ্য  গেরুয়া হাওয়ায় রামগড় এবং আজমপুরের মত শক্তিশালি আসনেও হেরেছেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। আজমগড় থেকে দীনেশ লাল যাদব যেতেন । তিনি পরাজিত করেছিলেন অখিলেশ যাদবের খুড়তুতো ভাই ধর্মেন্দ্র যাদবকে। রামপুর থেকে ঘনশ্যাম লোধি জয়ী হন। বিধানসভা নির্বাচনের পর এমএলসি  নির্বাচনেও  সপার শোচনীয়  ফল হয়েছে। এই নির্বাচনে বিজেপিও ব্যাপক জয় পেয়েছে, অন্যদিকে সমাজবাদী পার্টিও খাতা খুলতে পারেনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাখির চোখ ২০২৪: উত্তরপ্রদেশে সপার সমস্ত কমিটি ভেঙে দিলেন অখিলেশ

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সমাজবাদীর পার্টির সাংগঠনিক ক্ষেত্রে ব্যপক রদবদল। রাজ্য এবং জেলা স্তরের সমস্ত এগিজিকিউটিভ কমিটি ভেঙে দিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এমনকি ভেঙে দেওয়া হয়েছে সপার মহিলা এবং যুবশাখার পদও। রবিবারে এই কথা জানিয়েছেন অখিলেশ নিজেই।

তবে কেন ভেঙে দেওয়া হল এই কমিটি তা নিয়ে অবশ্য মুখ খোলেননি অখিলেশ। শুধু ভাঙা হয়নি উত্তরপ্রদেশের জেলা সভাপতির পদ। সেই পদে এখনও আছেন নরেশ উত্তম।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

রবিবার সমাজবাদী পার্টির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে অখিলেশ যাদবের  এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব অবিলম্বে, সপার উত্তরপ্রদেশ রাজ্যসভাপতি পদ ব্যতীত, দলের সমস্ত যুব সংগঠনের জাতীয় সভাপতি, মহিলা সভা এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতি, জাতীয় সভাপতি সহ অন্যান্য সমস্ত সেলের  কার্যনির্বাহী পদকে বিলুপ্ত করা হয়েছে৷ ”

আরও পড়ুন: দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের

কেন হটাৎ করেই এই ধরনের সিদ্ধান্ত নিলেন অখিলেশ? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের কথায় উত্তরপ্রদেশে সাম্প্রতিক যে উপনির্বাচন হল তাতে রামগড় এবং আজমপুরে হেরেছে সপা। জিতেছে বিজেপি। তবে যেহেতু পাখির চোখ ২০২৪ তাই কোন খামতি রাখতে চাননা অখিলেশ। এই কারনেই ভেঙে দেওয়া হল দলের এক্সিকিউটিভ কমিটি। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আপাতত দরকার সংগঠনের সম্পূর্ণ ঘষামাজা। আর সেটাই করছেন অখিলেশ।

আরও পড়ুন: সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

উল্লেখ্য  গেরুয়া হাওয়ায় রামগড় এবং আজমপুরের মত শক্তিশালি আসনেও হেরেছেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। আজমগড় থেকে দীনেশ লাল যাদব যেতেন । তিনি পরাজিত করেছিলেন অখিলেশ যাদবের খুড়তুতো ভাই ধর্মেন্দ্র যাদবকে। রামপুর থেকে ঘনশ্যাম লোধি জয়ী হন। বিধানসভা নির্বাচনের পর এমএলসি  নির্বাচনেও  সপার শোচনীয়  ফল হয়েছে। এই নির্বাচনে বিজেপিও ব্যাপক জয় পেয়েছে, অন্যদিকে সমাজবাদী পার্টিও খাতা খুলতে পারেনি।