০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে বসেই অনার্সের খাতা দেখার নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
  • / 302

পুবের কলম প্রতিবেদক:  অনার্সের চুড়ান্ত সেমিস্টারে খাতা ক্যাম্পাসে বসেই দেখতে হবে বলে নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্তের স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, ৫ থেকে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের দুটি হলে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসে থেকে ওই পরীক্ষার খাতা দেখবেন শিক্ষক-শিক্ষিকারা। আগেও বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষার খাতা দেখার ব্যবস্থা হয়েছে।

কিন্তু এ বার ওই সময়ে কলেজগুলিতে অন্য সেমিস্টারে পরীক্ষা চলবে। তাতে নজরদারি ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের উপরে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ারও দায়িত্ব থাকে বলে জানিয়েছেন অধ্যাপকরা। দ্রুত ফল প্রকাশ করার জন্য এই নির্দেশিকা বলেও অনেকে জানিয়েছেন। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরও জানিয়ে দিয়েছে, ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র (ওয়েবকুটা) যুগ্ম সম্পাদক গোকুলানন্দ গোস্বামীর প্রশ্ন, ‘আগামী এক মাস কলেজে টানা পরীক্ষা চলবে। এর মধ্যে শিক্ষকদের পরিদর্শকের দায়িত্বও পালন করতে হবে। ফলে তাঁরা কখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খাতা দেখবেন’।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

গোকুলানন্দবাবুর বক্তব্য, কলেজের শিক্ষকদের ইন্টারনাল, টিউটোরিয়াল, থিয়োরিটিক্যাল পরীক্ষার নম্বর তিন বার করে আপলোড করতে হয়। তা একসঙ্গে আপলোড করার কথাও কর্তৃপক্ষের ভাবা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকেও অধ্যাপকদের একাংশ স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: স্নাতকে দুই পদ্ধতিতে ভর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে বসেই অনার্সের খাতা দেখার নির্দেশ

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  অনার্সের চুড়ান্ত সেমিস্টারে খাতা ক্যাম্পাসে বসেই দেখতে হবে বলে নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্তের স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, ৫ থেকে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের দুটি হলে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসে থেকে ওই পরীক্ষার খাতা দেখবেন শিক্ষক-শিক্ষিকারা। আগেও বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষার খাতা দেখার ব্যবস্থা হয়েছে।

কিন্তু এ বার ওই সময়ে কলেজগুলিতে অন্য সেমিস্টারে পরীক্ষা চলবে। তাতে নজরদারি ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের উপরে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ারও দায়িত্ব থাকে বলে জানিয়েছেন অধ্যাপকরা। দ্রুত ফল প্রকাশ করার জন্য এই নির্দেশিকা বলেও অনেকে জানিয়েছেন। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরও জানিয়ে দিয়েছে, ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র (ওয়েবকুটা) যুগ্ম সম্পাদক গোকুলানন্দ গোস্বামীর প্রশ্ন, ‘আগামী এক মাস কলেজে টানা পরীক্ষা চলবে। এর মধ্যে শিক্ষকদের পরিদর্শকের দায়িত্বও পালন করতে হবে। ফলে তাঁরা কখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খাতা দেখবেন’।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

গোকুলানন্দবাবুর বক্তব্য, কলেজের শিক্ষকদের ইন্টারনাল, টিউটোরিয়াল, থিয়োরিটিক্যাল পরীক্ষার নম্বর তিন বার করে আপলোড করতে হয়। তা একসঙ্গে আপলোড করার কথাও কর্তৃপক্ষের ভাবা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকেও অধ্যাপকদের একাংশ স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: স্নাতকে দুই পদ্ধতিতে ভর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে