০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কানোয়ার যাত্রাপথে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগী সরকারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 81

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার প্রকোপ কাটিয়ে আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা। সেই যাত্রাপথে প্রকাশ্য মাংস বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিল যোগী প্রশাসন। সেই নির্দেশিকা ইতিমধ্যেই স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

গোবলয়ের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন কানোয়ার যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে করার জন্যই রাজ্যের সরকারের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা

ইতিমধ্যই কানোয়াড় যাত্রাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই এই সময় কানোয়াড় যাত্রা উপলক্ষ্য কয়েক হাজার পূণ্যার্থী শামিল হন। তবে করোনার কারণে গত দু’বছর এই যাত্রা বন্ধ ছিল। তাই এবার ভক্তসমাগম বেশি হবে বলেই আশা করা হচ্ছে। যোগী আদিত্যনাথ খোদ জানিয়েছেন, কানোয়ার  যাত্রার পথে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না মাংস। ইতিমধ্যে সব স্তরেই সেই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই কানোয়ার যাত্রায় শামিল হয়ে থাকেন। গত দুবছর করোনা অতিমারির জন্য বন্ধ ছিল এই যাত্রা। এই অতিমারি কাটিয়ে ফের এই যাত্রা শুরু হচ্ছে। ফলে কোনও রকম খামতি রাখতে চান না যোগি সরকার। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। জল সংগ্রহ করার পর, সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। আগে খুব অল্প সংখ্যায় মানুষ এই যাত্রায় যেতেন। কিন্ত ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু কারণে বন্ধ ছিল এই যাত্রা। এর পরের বছরও উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা সরকার এই যাত্রা বাতিল করে করোনার ভয়াবহতার কারণে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল এই যাত্রা বাতিল করা নিয়ে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বছর যাত্রা বাতিল করতে বাধ্য হয় যোগী সরকার।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানোয়ার যাত্রাপথে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগী সরকারের

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার প্রকোপ কাটিয়ে আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা। সেই যাত্রাপথে প্রকাশ্য মাংস বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিল যোগী প্রশাসন। সেই নির্দেশিকা ইতিমধ্যেই স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

গোবলয়ের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন কানোয়ার যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে করার জন্যই রাজ্যের সরকারের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা

ইতিমধ্যই কানোয়াড় যাত্রাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই এই সময় কানোয়াড় যাত্রা উপলক্ষ্য কয়েক হাজার পূণ্যার্থী শামিল হন। তবে করোনার কারণে গত দু’বছর এই যাত্রা বন্ধ ছিল। তাই এবার ভক্তসমাগম বেশি হবে বলেই আশা করা হচ্ছে। যোগী আদিত্যনাথ খোদ জানিয়েছেন, কানোয়ার  যাত্রার পথে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না মাংস। ইতিমধ্যে সব স্তরেই সেই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই কানোয়ার যাত্রায় শামিল হয়ে থাকেন। গত দুবছর করোনা অতিমারির জন্য বন্ধ ছিল এই যাত্রা। এই অতিমারি কাটিয়ে ফের এই যাত্রা শুরু হচ্ছে। ফলে কোনও রকম খামতি রাখতে চান না যোগি সরকার। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। জল সংগ্রহ করার পর, সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। আগে খুব অল্প সংখ্যায় মানুষ এই যাত্রায় যেতেন। কিন্ত ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু কারণে বন্ধ ছিল এই যাত্রা। এর পরের বছরও উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা সরকার এই যাত্রা বাতিল করে করোনার ভয়াবহতার কারণে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল এই যাত্রা বাতিল করা নিয়ে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বছর যাত্রা বাতিল করতে বাধ্য হয় যোগী সরকার।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা