১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচকদের ধুয়ে দিয়ে বড় দাদার মতো বিরাটের পাশে দাঁড়ালেন সৌরভ

পুবের কলম, ওয়েবডেস্ক: একটা দিন আগেই বিরাট কোহলিসহ বাকিদের বিশ্রাম দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

জানিয়েছিলেন ১৭ বছর তিনি ক্রিকেট খেলেছেন কোনদিন বিশ্রামের কথা ভাবেননি বা তাকে বিশ্রাম দেওয়াও হয়নি সেভাবে। ঘুরিয়ে বিরাটসহ বাকি যে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে তার সমালোচনা করেছিলেন সৌরভ। আর এই সমালোচনার পরেই হঠাৎ করেই বিরাটের পাশে দাঁড়িয়েছেন মহারাজ। বিরাট কোহলির খারাপ ফর্ম সৌরভকে ব্যথিত করেছে।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

তাই রাগঢাক না রেখেই সৌরভ এবার সাফ বলে দিলেন, ‘বিরাট কোহলি বিরাট মাপের প্লেয়ার । ভারতীয় ক্রিকেটে ও যা দিয়েছে তার কোন তুলনা হয় না। ১২-১৩ বছর ধরে বিরাট সেঞ্চুরি করে যাচ্ছে। একটা প্লেয়ার এত দিন ধরে ফর্মে থাকার পর যদি হঠাৎ করে ফর্ম হারিয়ে ফেলে তাতে তাকে কিছু বলার থাকে না। এমন খারাপ ফর্ম সবারই আসে।’ শচীন তেন্ডুলকরের প্রসঙ্গও উল্লেখ করলেন সৌরভ। জানালেন,’শচীনের মতন ক্রিকেটারও  অনেকটা লম্বা সময় খারাপ ফর্মে ছিলেন। আমি নিজেও একটা সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছি। রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটারেরও খারাপ ফর্ম গেছে। সুতরাং এটা নিয়ে অযথা বিরাটকে দোষারোপ করার কোনও মানে হয় না।’ বিরাটের ব্যাট প্যাচ নিয়ে সৌরভ বললেন,’এমন জিনিস খেলায় হতেই পারে । এটা সবার সঙ্গেই হয়েছে। ভবিষ্যতের ক্রিকেটারদের ক্ষেত্রেও হতে পারে।’

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ জানালেন,’এতগুলো বছর যে ছেলেটা এতকিছু উপহার দিল ভারতীয় ক্রিকেটকে সে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে না । নিজের যোগ্যতার মাপকাঠি বিরাট জানে। এবং আমি নিশ্চিত বিরাটের যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়েই ও খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। বিরাটের মধ্যে এখনো অনেক কিছু রয়েছে। আর বিরাট সেটা দিতে পারে। ওকে শুধু বলবো, মাঠে নামো, নিজের খেলাটা খেলে এস।’ সংসারের বড় দাদার মতো বিরাট কোহলির পাশে থেকে তাকে উৎসাহ যুগিয়ে, সমালোচকদের এক হাত নিয়ে সৌরভ জানালেন,’১২-১৩ বছরে বিরাট কোহলির ব্যাট ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছে তা এক ও একমাত্র ও-ই দিতে পারে ।’

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমালোচকদের ধুয়ে দিয়ে বড় দাদার মতো বিরাটের পাশে দাঁড়ালেন সৌরভ

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একটা দিন আগেই বিরাট কোহলিসহ বাকিদের বিশ্রাম দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

জানিয়েছিলেন ১৭ বছর তিনি ক্রিকেট খেলেছেন কোনদিন বিশ্রামের কথা ভাবেননি বা তাকে বিশ্রাম দেওয়াও হয়নি সেভাবে। ঘুরিয়ে বিরাটসহ বাকি যে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে তার সমালোচনা করেছিলেন সৌরভ। আর এই সমালোচনার পরেই হঠাৎ করেই বিরাটের পাশে দাঁড়িয়েছেন মহারাজ। বিরাট কোহলির খারাপ ফর্ম সৌরভকে ব্যথিত করেছে।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

তাই রাগঢাক না রেখেই সৌরভ এবার সাফ বলে দিলেন, ‘বিরাট কোহলি বিরাট মাপের প্লেয়ার । ভারতীয় ক্রিকেটে ও যা দিয়েছে তার কোন তুলনা হয় না। ১২-১৩ বছর ধরে বিরাট সেঞ্চুরি করে যাচ্ছে। একটা প্লেয়ার এত দিন ধরে ফর্মে থাকার পর যদি হঠাৎ করে ফর্ম হারিয়ে ফেলে তাতে তাকে কিছু বলার থাকে না। এমন খারাপ ফর্ম সবারই আসে।’ শচীন তেন্ডুলকরের প্রসঙ্গও উল্লেখ করলেন সৌরভ। জানালেন,’শচীনের মতন ক্রিকেটারও  অনেকটা লম্বা সময় খারাপ ফর্মে ছিলেন। আমি নিজেও একটা সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছি। রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটারেরও খারাপ ফর্ম গেছে। সুতরাং এটা নিয়ে অযথা বিরাটকে দোষারোপ করার কোনও মানে হয় না।’ বিরাটের ব্যাট প্যাচ নিয়ে সৌরভ বললেন,’এমন জিনিস খেলায় হতেই পারে । এটা সবার সঙ্গেই হয়েছে। ভবিষ্যতের ক্রিকেটারদের ক্ষেত্রেও হতে পারে।’

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ জানালেন,’এতগুলো বছর যে ছেলেটা এতকিছু উপহার দিল ভারতীয় ক্রিকেটকে সে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে না । নিজের যোগ্যতার মাপকাঠি বিরাট জানে। এবং আমি নিশ্চিত বিরাটের যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়েই ও খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। বিরাটের মধ্যে এখনো অনেক কিছু রয়েছে। আর বিরাট সেটা দিতে পারে। ওকে শুধু বলবো, মাঠে নামো, নিজের খেলাটা খেলে এস।’ সংসারের বড় দাদার মতো বিরাট কোহলির পাশে থেকে তাকে উৎসাহ যুগিয়ে, সমালোচকদের এক হাত নিয়ে সৌরভ জানালেন,’১২-১৩ বছরে বিরাট কোহলির ব্যাট ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছে তা এক ও একমাত্র ও-ই দিতে পারে ।’

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ