১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর। এনডিএ-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনকর।  বিজেপি সংসদীয় দলের অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

৩০ জুলাই ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন তিনি। ২০০৩ সালে বিজেপিতে আসেন। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন: কে হবেন NDA-র প্রার্থী? ঘোষণা ১২ অগস্ট

 

আরও পড়ুন: বিল পাস নিয়ে রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী।  ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন।  ১৯৮৯-৯১ সাল পর্যন্ত নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুন  (লোকসভা কেন্দ্র)  থেকে সাংসদ হিসেবে জনতা দল (সংযুক্ত) কে প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুন: ‘এনডিএ’তে ৩৮ দলকে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে,’ বিজেপিকে নিশানা আপ নেতা রাঘব চাড্ডার

১৯৯৩-৯৮ সালে রাজস্থানের দশম বিধানসভায় কিষানগড়, রাজস্থান থেকে বিধায়ক ও রাজস্থান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, জয়পুরের সভাপতি ছিলেন।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। ২০২২ সালের ভারতের ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে। ইলেক্টোরাল কলেজ  রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য,  রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত।

উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সেই দিনের কথা মাথায় রেখে বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের  দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তার পরেই দিনক্ষণ ঘোষণা করা হয়।

উপ রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। তার আগেই বড়সড় চমক দিল কেন্দ্রের মোদি সরকার।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর। এনডিএ-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনকর।  বিজেপি সংসদীয় দলের অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

৩০ জুলাই ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন তিনি। ২০০৩ সালে বিজেপিতে আসেন। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন: কে হবেন NDA-র প্রার্থী? ঘোষণা ১২ অগস্ট

 

আরও পড়ুন: বিল পাস নিয়ে রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী।  ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন।  ১৯৮৯-৯১ সাল পর্যন্ত নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুন  (লোকসভা কেন্দ্র)  থেকে সাংসদ হিসেবে জনতা দল (সংযুক্ত) কে প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুন: ‘এনডিএ’তে ৩৮ দলকে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে,’ বিজেপিকে নিশানা আপ নেতা রাঘব চাড্ডার

১৯৯৩-৯৮ সালে রাজস্থানের দশম বিধানসভায় কিষানগড়, রাজস্থান থেকে বিধায়ক ও রাজস্থান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, জয়পুরের সভাপতি ছিলেন।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। ২০২২ সালের ভারতের ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে। ইলেক্টোরাল কলেজ  রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য,  রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত।

উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সেই দিনের কথা মাথায় রেখে বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের  দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তার পরেই দিনক্ষণ ঘোষণা করা হয়।

উপ রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। তার আগেই বড়সড় চমক দিল কেন্দ্রের মোদি সরকার।