২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সফল ১১ কৃষকের মধ্যে সম্মানিত হলেন কুলতলির সনৎ

বাবার সঙ্গে কুলতুলির গুণী কৃষক সনৎ নস্কর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ নিমপীঠ­ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের (আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সিটিউট) ৯৪তম প্রতিষ্ঠা দিবসে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান হয় শনিবার। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষক।

 

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

তারা বিশিষ্টদের বক্তব্য থেকে উন্নত কৃষিকাজ সম্পর্কে একাধিক বিষয়ে জ্ঞান অর্জন করেন। একইসঙ্গে আলোচনা হয় কৃষি পদ্ধতি নিয়েও। আলোচনায় অংশ নিয়ে ছিলেন স্বামী সদানন্দজি মহারাজ, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ চন্দন কুমার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

এদিন দিল্লির কৃষি অনুসন্ধান সংস্থার মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল-এর মাধ্যমে দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ১১৩টি কৃষি গবেষণা কেন্দ্র সংযোজিত হয়। দিল্লি থেকে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ভারতীয় কৃষির অগ্রগতি তুলে ধরেন। জানা যায়, বর্তমানে ৩২০ মিলিয়ন টন খাদ্যশস্য, ৩০০ মিলিয়ন টন ফল এবং সবজি, ২১০ মিলিয়ন টন দুধ উৎপাদনের মাধ্যমে আইসিএআরের প্রদত্ত উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষক বন্ধুরা দেশের ২৪০ কোটি মানুষের খাদ্য সুনিশ্চিত করতে পেরেছেন।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

সারা রাজ্যের মধ্যে অনুষ্ঠান থেকে এদিন সেরা কৃষক নির্বাচিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির সনৎ নস্কর। দেশের সফল ১১ জন কৃষকের মধ্যে রাজ্যের সফল কৃষক হিসেবে নির্বাচিত হয় সনৎ। এদিন হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সিকিম, ত্রিপুরা, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন সফল কৃষককে আইসিএআরের পক্ষ থেকে সম্মান জানানো হয় সফল কৃষক হিসাবে।

 

উল্লেখ্য, এদিন দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজাদি কা অমৃত মহোসব এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ৯৪তম প্রতিষ্ঠা দিবস দিল্লি থেকে উদ্যাপন করা হয় সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে দিয়ে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উন্নাও ধর্ষণ মামলা: মুক্তি পাচ্ছেন না বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ, দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের সফল ১১ কৃষকের মধ্যে সম্মানিত হলেন কুলতলির সনৎ

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ নিমপীঠ­ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের (আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সিটিউট) ৯৪তম প্রতিষ্ঠা দিবসে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান হয় শনিবার। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষক।

 

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

তারা বিশিষ্টদের বক্তব্য থেকে উন্নত কৃষিকাজ সম্পর্কে একাধিক বিষয়ে জ্ঞান অর্জন করেন। একইসঙ্গে আলোচনা হয় কৃষি পদ্ধতি নিয়েও। আলোচনায় অংশ নিয়ে ছিলেন স্বামী সদানন্দজি মহারাজ, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ চন্দন কুমার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

এদিন দিল্লির কৃষি অনুসন্ধান সংস্থার মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল-এর মাধ্যমে দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ১১৩টি কৃষি গবেষণা কেন্দ্র সংযোজিত হয়। দিল্লি থেকে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ভারতীয় কৃষির অগ্রগতি তুলে ধরেন। জানা যায়, বর্তমানে ৩২০ মিলিয়ন টন খাদ্যশস্য, ৩০০ মিলিয়ন টন ফল এবং সবজি, ২১০ মিলিয়ন টন দুধ উৎপাদনের মাধ্যমে আইসিএআরের প্রদত্ত উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষক বন্ধুরা দেশের ২৪০ কোটি মানুষের খাদ্য সুনিশ্চিত করতে পেরেছেন।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

সারা রাজ্যের মধ্যে অনুষ্ঠান থেকে এদিন সেরা কৃষক নির্বাচিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির সনৎ নস্কর। দেশের সফল ১১ জন কৃষকের মধ্যে রাজ্যের সফল কৃষক হিসেবে নির্বাচিত হয় সনৎ। এদিন হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সিকিম, ত্রিপুরা, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন সফল কৃষককে আইসিএআরের পক্ষ থেকে সম্মান জানানো হয় সফল কৃষক হিসাবে।

 

উল্লেখ্য, এদিন দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজাদি কা অমৃত মহোসব এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ৯৪তম প্রতিষ্ঠা দিবস দিল্লি থেকে উদ্যাপন করা হয় সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে দিয়ে।