০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুচকাওয়াজের মহড়ার জন্য বন্ধ থাকবে একাধিক রাস্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
  • / 108

পুবের কলম প্রতিবেদক: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার অনুশীলনের জন্য বন্ধ থাকবে রেড রোড সংলগ্ন একাধিক সড়ক, বিকল্প পথে হবে যান চলাচল। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার অনুশীলন শুরু হয়েছে ৩০ জুলাই। মহড়া চলবে ১,২,৩ ও ১০ আগস্ট, শহরের বিভিন্ন রাস্তায়। রেড রোড এবং এর আশপাশ সংলগ্ন সড়কগুলির যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গত ২৯ জুলাই শুক্রবার কলকাতা ট্র্যাফিক পুলিশ এক বিজ্ঞপ্তিতে ফেসবুকে পেজে আপলোড করা হয়েছে। উপরোক্ত দিনগুলিতে সকাল ৫টা থেকে ৮.৩০ অথবা কুচকাওয়াজের মহড়ার অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত এই ট্র্যাফিক বিধিনিষেধ কার্যকর থাকবে।

আরও পড়ুন: বাংলার সিইও দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ, নতুন সাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকা

যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে সেগুলো হল- রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী যান চলাচল), হাসপাতাল রোড (প্রয়োজন অনুযায়ী), প্রেমীদের লেন (প্রয়োজন অনুযায়ী), পলাশী গেট রোড (প্রয়োজন অনুযায়ী), কিংসওয়ে রোড (প্রয়োজন অনুযায়ী)।

আরও পড়ুন: পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে,  উল্লেখিত দিনগুলিতে এই রাস্তাগুলির যানবাহনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: একের পর এক দুর্ঘটনা, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুচকাওয়াজের মহড়ার জন্য বন্ধ থাকবে একাধিক রাস্তা

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার অনুশীলনের জন্য বন্ধ থাকবে রেড রোড সংলগ্ন একাধিক সড়ক, বিকল্প পথে হবে যান চলাচল। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার অনুশীলন শুরু হয়েছে ৩০ জুলাই। মহড়া চলবে ১,২,৩ ও ১০ আগস্ট, শহরের বিভিন্ন রাস্তায়। রেড রোড এবং এর আশপাশ সংলগ্ন সড়কগুলির যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গত ২৯ জুলাই শুক্রবার কলকাতা ট্র্যাফিক পুলিশ এক বিজ্ঞপ্তিতে ফেসবুকে পেজে আপলোড করা হয়েছে। উপরোক্ত দিনগুলিতে সকাল ৫টা থেকে ৮.৩০ অথবা কুচকাওয়াজের মহড়ার অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত এই ট্র্যাফিক বিধিনিষেধ কার্যকর থাকবে।

আরও পড়ুন: বাংলার সিইও দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ, নতুন সাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকা

যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে সেগুলো হল- রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী যান চলাচল), হাসপাতাল রোড (প্রয়োজন অনুযায়ী), প্রেমীদের লেন (প্রয়োজন অনুযায়ী), পলাশী গেট রোড (প্রয়োজন অনুযায়ী), কিংসওয়ে রোড (প্রয়োজন অনুযায়ী)।

আরও পড়ুন: পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে,  উল্লেখিত দিনগুলিতে এই রাস্তাগুলির যানবাহনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: একের পর এক দুর্ঘটনা, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন