পুবের কলম, ওয়েবডস্ক: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ বিকেলে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র পেশ করার কথা। মহারাষ্ট্রের পর বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। বিজেপির হাত ছাড়লেন নীতিশ কুমার। ৯ আগস্ট ২০২২ জেডিইউ ও বিজেপি জোটে ভাঙন।
আরজেডি আর কংগ্রেস মিলে জোট গঠন করার সম্ভাবনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, পাঁচ বছর পরে ফের বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ গড়তে সক্রিয় হতে পারেন নীতীশ। গত কয়েক মাস ধরেই নানা ইস্যুতে জোটসঙ্গী বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে নীতীশের জেডি(ইউ)-এর। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকও এড়িয়েছেন তিনি।
উপমুখ্যমন্ত্রী হতে পারেন লালু পুত্র তেজস্বী যাদব।





























