০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাগুইআটি কাণ্ডে ঘটনাস্থলে ফরেন্সিক টিম, খুনে ভাড়া করা গাড়ি থেকে ৭টি আঙুলের ছাপ শনাক্ত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: বাগুইআটি কাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। এই ঘটনা ইতিমধ্যেই বুধবার শামিম আলি, সাহিল মোল্লা ও দিব্যেন্দু দাসকে আদালতে হাজির করানো হলে  বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবারও অভিজিৎ বসু নামে আর এক জন ধৃতকে বারাসত আদালতে হাজির করানো হয়েছিল। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। এদিকে বাগুইআটি কাণ্ড নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বাগুইআটি থানার আইসি,আইওকে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনায় গতকাল রাত থেকেই তৎপর সিআইডি। রাতেই ভাঙর থানায় পৌঁছয় তারা। খুনের দিন যাতায়াতে ব্যবহৃত ভাড়া করা সেই  গাড়ি থেকে বিশেষজ্ঞরা মোট সাতটি আঙুলের ছাপ শনাক্ত করেছে। থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন‍্যাজাট থানার শিরিশতলা এলাকায়, যেখানে দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে ফরেন্সিক টিম সেখানে যায়। ছিলেন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের সদস্যরাও।

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

সিআইডি-র ফরেনসিক টিম গাড়ি থেকেও নমুনা সংগ্রহ করছে বলে খবর। সূত্রের খবর, যে খুনের জন্য ভাড়া করা হয়েছিল কর্নাটকের গাড়ি। গাড়ি থেকে সংগ্রহ করা হয় আততায়ীদের ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

জোড়া খুনে কর্তব্যে গাফিলতির জের। বুধবারই ক্লোজ করা হয়েছে বাগুইআটি থানার আইসিকে। সাসপেন্ড করা হয়েছে ওসি কল্লোল ঘোষকে। তার বদলে বিমানবন্দর থানার আইসি শান্তনু সরকারকে বাগুইহাটি থানার নতুন ইন্সপেক্টর ইনচার্জ পদে আনা হয়েছে। বিধান নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর সলিল মণ্ডলকে আইসি  এয়ারপোর্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর। পুলিশ সূত্রে খবর, দুই স্কুল পড়ুয়া নিখোঁজ হয় গত ২২ অগস্ট। দু’দিন তাদের কোনও খোঁজ না পেয়ে বাগুইআটি থানায় অভিযোগ জানায় পরিবার। পরিবারের অভিযোগ ছিল, দু’জনকেই অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে অতনুর বাবা অভিযোগ করেন, তিনি মুক্তিপণ চেয়ে ‘মেসেজ’ পেয়েছিলেন। বসিরহাট মর্গে দুজনের দেহ দীর্ঘ ১৫ দিনের বেশি সময় ধরে ফোন করার পর কেন পরিবারকে জানানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাগুইআটি কাণ্ডে ঘটনাস্থলে ফরেন্সিক টিম, খুনে ভাড়া করা গাড়ি থেকে ৭টি আঙুলের ছাপ শনাক্ত

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাগুইআটি কাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। এই ঘটনা ইতিমধ্যেই বুধবার শামিম আলি, সাহিল মোল্লা ও দিব্যেন্দু দাসকে আদালতে হাজির করানো হলে  বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবারও অভিজিৎ বসু নামে আর এক জন ধৃতকে বারাসত আদালতে হাজির করানো হয়েছিল। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। এদিকে বাগুইআটি কাণ্ড নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বাগুইআটি থানার আইসি,আইওকে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনায় গতকাল রাত থেকেই তৎপর সিআইডি। রাতেই ভাঙর থানায় পৌঁছয় তারা। খুনের দিন যাতায়াতে ব্যবহৃত ভাড়া করা সেই  গাড়ি থেকে বিশেষজ্ঞরা মোট সাতটি আঙুলের ছাপ শনাক্ত করেছে। থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন‍্যাজাট থানার শিরিশতলা এলাকায়, যেখানে দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে ফরেন্সিক টিম সেখানে যায়। ছিলেন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের সদস্যরাও।

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

সিআইডি-র ফরেনসিক টিম গাড়ি থেকেও নমুনা সংগ্রহ করছে বলে খবর। সূত্রের খবর, যে খুনের জন্য ভাড়া করা হয়েছিল কর্নাটকের গাড়ি। গাড়ি থেকে সংগ্রহ করা হয় আততায়ীদের ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

জোড়া খুনে কর্তব্যে গাফিলতির জের। বুধবারই ক্লোজ করা হয়েছে বাগুইআটি থানার আইসিকে। সাসপেন্ড করা হয়েছে ওসি কল্লোল ঘোষকে। তার বদলে বিমানবন্দর থানার আইসি শান্তনু সরকারকে বাগুইহাটি থানার নতুন ইন্সপেক্টর ইনচার্জ পদে আনা হয়েছে। বিধান নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর সলিল মণ্ডলকে আইসি  এয়ারপোর্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর। পুলিশ সূত্রে খবর, দুই স্কুল পড়ুয়া নিখোঁজ হয় গত ২২ অগস্ট। দু’দিন তাদের কোনও খোঁজ না পেয়ে বাগুইআটি থানায় অভিযোগ জানায় পরিবার। পরিবারের অভিযোগ ছিল, দু’জনকেই অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে অতনুর বাবা অভিযোগ করেন, তিনি মুক্তিপণ চেয়ে ‘মেসেজ’ পেয়েছিলেন। বসিরহাট মর্গে দুজনের দেহ দীর্ঘ ১৫ দিনের বেশি সময় ধরে ফোন করার পর কেন পরিবারকে জানানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।