০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম প্রতিবেদক: সোমবার কয়লা-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র জেরা চলাকালীনই পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।  বিমানবন্দরে আটকানোর বিষয়ে সোমবার মেনকার আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। ডায়মন্ডহারবার সাংসদ শ্যালিকার আইনজীবীর দাবি, মেনকা বিদেশ যেতে পারবেন না, এমন নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি।’

কয়লা-কাণ্ডে সোমবার ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর। গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে কেন কলকাতা বিমানবন্দরে আটকানো হল মেনকাকে? এই প্রশ্ন তুলে আদালত অবমাননার মামলা করতে চেয়ে আদালতর দৃষ্টি আকর্ষণ করেছেন মেনকার আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

সোমবার মেনকার আইনজীবী কলকাতা হাইকোর্টে বিমানবন্দরে আটকানো প্রসঙ্গে জানান, আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মেনকাকে আটকানোয় তদন্তকারী সংস্থার ভূমিকায় তাঁরা অসন্তুষ্ট। ইডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: সোমবার কয়লা-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র জেরা চলাকালীনই পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।  বিমানবন্দরে আটকানোর বিষয়ে সোমবার মেনকার আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। ডায়মন্ডহারবার সাংসদ শ্যালিকার আইনজীবীর দাবি, মেনকা বিদেশ যেতে পারবেন না, এমন নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি।’

কয়লা-কাণ্ডে সোমবার ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর। গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে কেন কলকাতা বিমানবন্দরে আটকানো হল মেনকাকে? এই প্রশ্ন তুলে আদালত অবমাননার মামলা করতে চেয়ে আদালতর দৃষ্টি আকর্ষণ করেছেন মেনকার আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

সোমবার মেনকার আইনজীবী কলকাতা হাইকোর্টে বিমানবন্দরে আটকানো প্রসঙ্গে জানান, আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মেনকাকে আটকানোয় তদন্তকারী সংস্থার ভূমিকায় তাঁরা অসন্তুষ্ট। ইডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চায়।