০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাপ্ত সুবিধা নিয়ে বৈঠক সারলেন মমতাজ সংঘমিতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 89

ছবি-তথাগত চক্রবর্তী

কৌশিক সালুই,  বীরভূম:   রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাপ্ত সুবিধার হাল হকিকত  নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য সংখ্যালঘু চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা।

সোমবার বীরভূমের সিউড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি সহ জেলা পুলিশ,  প্রশাসন সর্বোচ্চ স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বীরভূমের সংখ্যালঘু মানুষজন সরকারি প্রকল্পে কেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন তা নিয়ে তথ্য নেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের সংখ্যালঘু দফতরের বীরভূমে যে সমস্ত কাজকর্ম চলছে তা জেলাজুড়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা এদিন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ জন ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং তাদের দাবি-দাওয়া লিপিবদ্ধ করেন। এর মধ্যে ছাত্রছাত্রীদের হোস্টেল, ইংরেজি মাধ্যমে মাদ্রাসার শিক্ষা প্রদান,  জৈন সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া,  পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা প্রভৃতি বিষয় আলাপ-আলোচনায় উঠে আসে। কিভাবে সেই সমস্ত সমস্যা সমাধান করা যায় সরকারি এবং স্থানীয়ভাবে তারা জন্য মতবিনিময় হয় বৈঠকে।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

জেলা সফরের দ্বিতীয় পর্যায়ে চেয়ারপারসন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের জেলা শাসক বিধান রায়,  জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী,  বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রাপ্ত তহবিল থেকে যে সমস্ত কাজকর্ম চলছে তার বর্তমান অবস্থা দেখতে সরেজমিনে বিভিন্ন জায়গায় উপস্থিত হন তিনি।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা বলেন, ‘জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাস্থ্য শিক্ষাসহ আর্থ ও সামাজিক অবস্থার পরিস্থিতি জানতে বিভিন্ন পর্যায় মানুষজনদের সঙ্গে বৈঠক করা হয়েছে পাশাপাশি রাজ্যের বিরোধীদের সংখ্যালঘু অনুন্নয়ন নিয়ে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজ্য সরকারের যে কোনো উন্নয়নমূলক কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সমানভাবে লাভবান হচ্ছেন’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাপ্ত সুবিধা নিয়ে বৈঠক সারলেন মমতাজ সংঘমিতা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

কৌশিক সালুই,  বীরভূম:   রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাপ্ত সুবিধার হাল হকিকত  নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য সংখ্যালঘু চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা।

সোমবার বীরভূমের সিউড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি সহ জেলা পুলিশ,  প্রশাসন সর্বোচ্চ স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বীরভূমের সংখ্যালঘু মানুষজন সরকারি প্রকল্পে কেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন তা নিয়ে তথ্য নেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের সংখ্যালঘু দফতরের বীরভূমে যে সমস্ত কাজকর্ম চলছে তা জেলাজুড়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা এদিন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ জন ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং তাদের দাবি-দাওয়া লিপিবদ্ধ করেন। এর মধ্যে ছাত্রছাত্রীদের হোস্টেল, ইংরেজি মাধ্যমে মাদ্রাসার শিক্ষা প্রদান,  জৈন সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া,  পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা প্রভৃতি বিষয় আলাপ-আলোচনায় উঠে আসে। কিভাবে সেই সমস্ত সমস্যা সমাধান করা যায় সরকারি এবং স্থানীয়ভাবে তারা জন্য মতবিনিময় হয় বৈঠকে।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

জেলা সফরের দ্বিতীয় পর্যায়ে চেয়ারপারসন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের জেলা শাসক বিধান রায়,  জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী,  বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রাপ্ত তহবিল থেকে যে সমস্ত কাজকর্ম চলছে তার বর্তমান অবস্থা দেখতে সরেজমিনে বিভিন্ন জায়গায় উপস্থিত হন তিনি।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা বলেন, ‘জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাস্থ্য শিক্ষাসহ আর্থ ও সামাজিক অবস্থার পরিস্থিতি জানতে বিভিন্ন পর্যায় মানুষজনদের সঙ্গে বৈঠক করা হয়েছে পাশাপাশি রাজ্যের বিরোধীদের সংখ্যালঘু অনুন্নয়ন নিয়ে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজ্য সরকারের যে কোনো উন্নয়নমূলক কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সমানভাবে লাভবান হচ্ছেন’।