০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জল জীবন মিশনে নজরকাড়া পারফরম্যান্স বাংলার, কেন্দ্রের তারিফ,ট্যুইট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 11

 

পুবের কলম ওয়েবডেস্ক: ফের মিললো কেন্দ্রীয় স্বীকৃতি। জল জীবন মিশনে কেন্দ্রের তারিফ পেল রাজ্য সরকার। স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ট্যুইটও করেছেন তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে জল জীবন মিশনের অধীনে কোয়ান্টিটি প্যারামিটারে অনুকরণীয় পারফরম্যান্সের জন্য পশ্চিমবঙ্গকে সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়েছে ।আমি জল শক্তি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই

ট্যুইটে মুখ্যমন্ত্রী আর ওলিখেছেন, ”এই পুরস্কার এটাই প্রমাণ করে যে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাব। বাংলাই পথ দেখাবে!”

উল্লেখ্য, দেশের সব পরিবারের কাছে জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্প হাতে নিয়েছিল মোদী সরকার। সেই প্রকল্পের কাজ দেশের প্রতিটি রাজ্যে চলছে। কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তাও দিচ্ছে। অন্য রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও সেই কাজ চলছে। রাজ্যের জেলায়-জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে। সেই কাজেই অভাবনীয় কৃতিত্বের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল জীবন মিশনে নজরকাড়া পারফরম্যান্স বাংলার, কেন্দ্রের তারিফ,ট্যুইট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: ফের মিললো কেন্দ্রীয় স্বীকৃতি। জল জীবন মিশনে কেন্দ্রের তারিফ পেল রাজ্য সরকার। স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ট্যুইটও করেছেন তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে জল জীবন মিশনের অধীনে কোয়ান্টিটি প্যারামিটারে অনুকরণীয় পারফরম্যান্সের জন্য পশ্চিমবঙ্গকে সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়েছে ।আমি জল শক্তি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই

ট্যুইটে মুখ্যমন্ত্রী আর ওলিখেছেন, ”এই পুরস্কার এটাই প্রমাণ করে যে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাব। বাংলাই পথ দেখাবে!”

উল্লেখ্য, দেশের সব পরিবারের কাছে জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্প হাতে নিয়েছিল মোদী সরকার। সেই প্রকল্পের কাজ দেশের প্রতিটি রাজ্যে চলছে। কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তাও দিচ্ছে। অন্য রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও সেই কাজ চলছে। রাজ্যের জেলায়-জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে। সেই কাজেই অভাবনীয় কৃতিত্বের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাকে।