১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের উত্তপ্ত উপত্যকা, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দু’ই ভিন্ন যাত্রীবাহী বাসে বিস্ফোরণ

পুবের কলম ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে জম্মু–কাশ্মীরের দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ হয়। জম্মু কাশ্মীরের উধমপুরে পরপর বাসে বিস্ফোরণ হয়। গত বুধবার একটি ফাঁকা বসে প্রথম বিস্ফোরণটি হয় আর সেই ঘটনার আট ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয় বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডের পাশে দাঁড়ানো একটি ফাঁকা বাসে রহস্যজনক ভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কিনা, তা অবশ্য পুলিশ প্রশাসন সূত্রে খবর মেলেনি।

উল্লেখ্য,বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ নাগাদ জম্মু কাশ্মীরের উধমপুরের দোমাইল চকের একটি পেট্রল পাম্পের কিছুটা দূরে রাখা একটি বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। প্রথম বিস্ফোরণে আহত হন ২ জন। বিস্ফোরণের ঘটনার জেরে আশেপাশে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেই স্থানীয় পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: New York explosion: নিউ ইয়র্কে ‘বিস্ফোরণ’, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কোনো জাতিগোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে। তবে দুটি বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

প্রসঙ্গত, ২০১৬-র ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ তে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার সেই ঘটনার ষষ্ঠ বার্ষিকী ছিল। আর তারপরেই এই ঘটনা। এই ঘটনার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের উত্তপ্ত উপত্যকা, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দু’ই ভিন্ন যাত্রীবাহী বাসে বিস্ফোরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে জম্মু–কাশ্মীরের দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ হয়। জম্মু কাশ্মীরের উধমপুরে পরপর বাসে বিস্ফোরণ হয়। গত বুধবার একটি ফাঁকা বসে প্রথম বিস্ফোরণটি হয় আর সেই ঘটনার আট ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয় বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডের পাশে দাঁড়ানো একটি ফাঁকা বাসে রহস্যজনক ভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কিনা, তা অবশ্য পুলিশ প্রশাসন সূত্রে খবর মেলেনি।

উল্লেখ্য,বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ নাগাদ জম্মু কাশ্মীরের উধমপুরের দোমাইল চকের একটি পেট্রল পাম্পের কিছুটা দূরে রাখা একটি বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। প্রথম বিস্ফোরণে আহত হন ২ জন। বিস্ফোরণের ঘটনার জেরে আশেপাশে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেই স্থানীয় পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: New York explosion: নিউ ইয়র্কে ‘বিস্ফোরণ’, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কোনো জাতিগোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে। তবে দুটি বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

প্রসঙ্গত, ২০১৬-র ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ তে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার সেই ঘটনার ষষ্ঠ বার্ষিকী ছিল। আর তারপরেই এই ঘটনা। এই ঘটনার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা