১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নয়া সিডিএস অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

পুবের কলম ওয়েব ডেস্ক:২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল জেনারেল বিপিন রাওয়াতের। এরপর থেকে ভারতের সামরিক বাহিনীর এই সর্বোচ্চ পদটি ফাঁকাই ছিল। এবার সেই পদ পূর্ণ করে বুধবার নয়া সিডিএস হিসেবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলেই সূত্রের খবর।

কঠিন পরিস্থিতি, আর কঠিনতর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এবার নতুন করে পথচলা শুরু করলেন দেশের নতুন সেনা সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।

আরও পড়ুন: অবসর নিলেন মহারাষ্ট্রের সোলাপুর জেলা আদালতের বিচারক ডাঃ শাব্বির আহমেদ ওটি

প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মতোই ১১ নম্বর গোর্খা রাইফেলসের সদস্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌহান। পাশাপাশি প্রতিরক্ষা দফতরের সচিব পদেরও ভার সামলানোর কথা তাঁর।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

উল্লেখ্য, বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পরে নয়া সিডিএস হিসেবে অনিল চৌহানের নাম ঘোষণা করা হল। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত) জন্মসাল ১৯৬১। সরকারি বিবৃতি অনুসারে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। দেশের পূর্ব কমান্ড-সহ কয়েকটি কমান্ড, স্টাফ-সহ বেশ কিছু পদে ছিলেন। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে জঙ্গি দমনে তাঁর বহু অভিজ্ঞতা রয়েছে। ১৯৮১ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলসে কমিশন লাভ করেন।

আরও পড়ুন: ইউসিসি: বিজেপির ফাঁদে পা দিয়ে কঠিন মন্তব্য করবেন না মুসলিমদের বার্তা অবসরপ্রাপ্ত আইএএস সূর্যপ্রতাপ সিংয়ের

সরকারি বিবৃতিতে অনুযায়ী, অনিল চৌহান মেজর জেনারেল হিসেবে উত্তর কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরের পদাতিক ডিভিশনের দায়িত্বও সামলেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি উত্তর-পূর্বের একটচি কর্পস কমান্ডে ছিলেন।

এরপর ২০১৯ থেকে ইস্টার্ন কমান্ডের জেনারেল কমান্ডিং-ইন-চিফ হয়ে যান। ২০২১-এ তিনি চাকরি থেকে অবসর নেন। তিনি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস হিসেবেও কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্রসংঘের অ্যাঙ্গোলা মিশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অবসর গ্রহণের পরেও তিনি জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে কাজ করে গিয়েছেন। সেনাবাহিনীতে বিশেষ দক্ষতা ও সেবার জন্য পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তর যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নয়া সিডিএস অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক:২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল জেনারেল বিপিন রাওয়াতের। এরপর থেকে ভারতের সামরিক বাহিনীর এই সর্বোচ্চ পদটি ফাঁকাই ছিল। এবার সেই পদ পূর্ণ করে বুধবার নয়া সিডিএস হিসেবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলেই সূত্রের খবর।

কঠিন পরিস্থিতি, আর কঠিনতর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এবার নতুন করে পথচলা শুরু করলেন দেশের নতুন সেনা সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।

আরও পড়ুন: অবসর নিলেন মহারাষ্ট্রের সোলাপুর জেলা আদালতের বিচারক ডাঃ শাব্বির আহমেদ ওটি

প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মতোই ১১ নম্বর গোর্খা রাইফেলসের সদস্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌহান। পাশাপাশি প্রতিরক্ষা দফতরের সচিব পদেরও ভার সামলানোর কথা তাঁর।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

উল্লেখ্য, বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পরে নয়া সিডিএস হিসেবে অনিল চৌহানের নাম ঘোষণা করা হল। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত) জন্মসাল ১৯৬১। সরকারি বিবৃতি অনুসারে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। দেশের পূর্ব কমান্ড-সহ কয়েকটি কমান্ড, স্টাফ-সহ বেশ কিছু পদে ছিলেন। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে জঙ্গি দমনে তাঁর বহু অভিজ্ঞতা রয়েছে। ১৯৮১ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলসে কমিশন লাভ করেন।

আরও পড়ুন: ইউসিসি: বিজেপির ফাঁদে পা দিয়ে কঠিন মন্তব্য করবেন না মুসলিমদের বার্তা অবসরপ্রাপ্ত আইএএস সূর্যপ্রতাপ সিংয়ের

সরকারি বিবৃতিতে অনুযায়ী, অনিল চৌহান মেজর জেনারেল হিসেবে উত্তর কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরের পদাতিক ডিভিশনের দায়িত্বও সামলেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি উত্তর-পূর্বের একটচি কর্পস কমান্ডে ছিলেন।

এরপর ২০১৯ থেকে ইস্টার্ন কমান্ডের জেনারেল কমান্ডিং-ইন-চিফ হয়ে যান। ২০২১-এ তিনি চাকরি থেকে অবসর নেন। তিনি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস হিসেবেও কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্রসংঘের অ্যাঙ্গোলা মিশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অবসর গ্রহণের পরেও তিনি জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে কাজ করে গিয়েছেন। সেনাবাহিনীতে বিশেষ দক্ষতা ও সেবার জন্য পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তর যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।