১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহু ফাঁকা আসনে ভর্তির উদ্যোগ কর্তৃপক্ষের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 73

পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগে বহু আসন খালি রয়েছে। এবার সেই আসন পূরণে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে আসনগুলি শূন্য রয়েছে, সেগুলি পূরণ করা হবে। ইচ্ছুক পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের পড়ুয়ারা যাতে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পায়, তার জন্য আবেদনের জন্য নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। স্নাতকের ইলেকট্রনিক্স-এ ৫৪, কম্পিউটার  সায়েন্সে ৫১, বিসিএ-২৮, ফিজিক্স-এ ২৩, বায়োলজি-৫৮, কেমিস্ট্রতে ৩৩, অঙ্কে ৪৮, এমবিএ ৫৭, সিভিল-এ-২৫, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-৫০ আসনে ভর্তি হয়েছে।

বিসিএ বাদে প্রতিটি বিষয়ের আসন ৬০টি করে।  কেন, আসন খালি রয়েছে, এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্ধারিত সময়ের পরও  পোর্টাল  পুনরায় খোলা হয়। কিন্তু আলিয়ায় আসন পূরণে সেই উদ্যোগ নেওয়া হয়নি বলে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অনেকেই অভিযোগ তোলেন। স্নাতকোত্তরের সমস্ত আসন ভর্তি হবে বলে আশা কর্তৃপক্ষের। তবে এমটেকের ইলেকট্রনিক্স  অ্যান্ড কমিউনিকেশনে এখন পর্যন্ত ১২টির মতো আসন পূরণ হয়েছে। এমটেকে ১৮টি করে আসন রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: আলিয়ার সেমিনার হলে অনুষ্ঠিত হল নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহু ফাঁকা আসনে ভর্তির উদ্যোগ কর্তৃপক্ষের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগে বহু আসন খালি রয়েছে। এবার সেই আসন পূরণে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে আসনগুলি শূন্য রয়েছে, সেগুলি পূরণ করা হবে। ইচ্ছুক পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের পড়ুয়ারা যাতে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পায়, তার জন্য আবেদনের জন্য নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। স্নাতকের ইলেকট্রনিক্স-এ ৫৪, কম্পিউটার  সায়েন্সে ৫১, বিসিএ-২৮, ফিজিক্স-এ ২৩, বায়োলজি-৫৮, কেমিস্ট্রতে ৩৩, অঙ্কে ৪৮, এমবিএ ৫৭, সিভিল-এ-২৫, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-৫০ আসনে ভর্তি হয়েছে।

বিসিএ বাদে প্রতিটি বিষয়ের আসন ৬০টি করে।  কেন, আসন খালি রয়েছে, এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্ধারিত সময়ের পরও  পোর্টাল  পুনরায় খোলা হয়। কিন্তু আলিয়ায় আসন পূরণে সেই উদ্যোগ নেওয়া হয়নি বলে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অনেকেই অভিযোগ তোলেন। স্নাতকোত্তরের সমস্ত আসন ভর্তি হবে বলে আশা কর্তৃপক্ষের। তবে এমটেকের ইলেকট্রনিক্স  অ্যান্ড কমিউনিকেশনে এখন পর্যন্ত ১২টির মতো আসন পূরণ হয়েছে। এমটেকে ১৮টি করে আসন রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: আলিয়ার সেমিনার হলে অনুষ্ঠিত হল নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস