১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর ভিড়ে প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না? ফোন করুন লালবাজারের বিশেষ নম্বরে

পুবের কলম প্রতিবেদক: দু’বছরের কোভিড অতিমারি পর্ব শেষে ফের একবার পুজোর উৎসবের আনন্দে গা ভাসিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। পরিজনদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজো দেখার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে।  কিন্তু, ভিড়ের মাঝে আচমকাই যদি প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? জনসুমদ্রের মধ্যে ছোট শিশু যদি হারিয়ে যায়? দর্শনার্থীদের এই আশঙ্কা দূর করতে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের।

পুজোমণ্ডপের ভিড়ে প্রিয়জন হারিয়ে গেলে কী করবেন? লালবাজার চালু করল বিশেষ পরিষেবা। কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ৯১৬৩৭৩৭৩৭৩ নম্বর পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে। বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত পুজোর দিনগুলিতে এই নম্বর চালু থাকবে। ভিড়ের মাঝে কোনও প্রিয়জনকে খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে এই হেলপলাইন নম্বরে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নম্বর।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

পুজোর সময় শহরের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, বেপরোয়া বাইক রুখতেও তৎপর হয়েছে পুলিশ। শহরের রাস্তায় নামতে চলেছে ট্রাফিক পুলিশের বিশেষ দল। লালবাজার সূত্রের খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ১৬টি দল গঠিত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইনভঙ্গকারীদের আটকাবে এই দল। মূলত শহরের যে জায়গাগুলিতে বড় পুজো হচ্ছে, সেই সংলগ্ন রাস্তাগুলিতেই এই বিশেষ দল মোতায়েন থাকবে। ট্রাফিক আইনভঙ্গ করলে বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। কাটা রুটে বেসরকারি বাস চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে লালবাজার। কলকাতা শহরের একাধিক অটো রুট দুপুর ২টোর পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষত দক্ষিণ কলকাতার কসবা, রাসবিহারি, বেহালা, গড়িয়াহাট রুটগুলিতে বিকেল থেকে অটো অমিল। ফলে অফিস-ফেরত যাত্রীরা অত্যধিক সমস্যায় পড়ছেন। অভিযোগ, কাটা রুটে অটো চালয়ে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। রুবি মোড় থেকে গড়িয়াহাট যেতে অটোচালকরা ৫০ টাকা মাথাপিছু ভাড়া চাইছেন। এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে লালবাজার। পঞ্চমী থেকে কোনওভাবেই যাতে যাত্রীদের উপর অটো জুলুম না চলে, তা নিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর ভিড়ে প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না? ফোন করুন লালবাজারের বিশেষ নম্বরে

আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দু’বছরের কোভিড অতিমারি পর্ব শেষে ফের একবার পুজোর উৎসবের আনন্দে গা ভাসিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। পরিজনদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজো দেখার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে।  কিন্তু, ভিড়ের মাঝে আচমকাই যদি প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? জনসুমদ্রের মধ্যে ছোট শিশু যদি হারিয়ে যায়? দর্শনার্থীদের এই আশঙ্কা দূর করতে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের।

পুজোমণ্ডপের ভিড়ে প্রিয়জন হারিয়ে গেলে কী করবেন? লালবাজার চালু করল বিশেষ পরিষেবা। কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ৯১৬৩৭৩৭৩৭৩ নম্বর পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে। বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত পুজোর দিনগুলিতে এই নম্বর চালু থাকবে। ভিড়ের মাঝে কোনও প্রিয়জনকে খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে এই হেলপলাইন নম্বরে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নম্বর।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

পুজোর সময় শহরের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, বেপরোয়া বাইক রুখতেও তৎপর হয়েছে পুলিশ। শহরের রাস্তায় নামতে চলেছে ট্রাফিক পুলিশের বিশেষ দল। লালবাজার সূত্রের খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ১৬টি দল গঠিত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইনভঙ্গকারীদের আটকাবে এই দল। মূলত শহরের যে জায়গাগুলিতে বড় পুজো হচ্ছে, সেই সংলগ্ন রাস্তাগুলিতেই এই বিশেষ দল মোতায়েন থাকবে। ট্রাফিক আইনভঙ্গ করলে বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। কাটা রুটে বেসরকারি বাস চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে লালবাজার। কলকাতা শহরের একাধিক অটো রুট দুপুর ২টোর পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষত দক্ষিণ কলকাতার কসবা, রাসবিহারি, বেহালা, গড়িয়াহাট রুটগুলিতে বিকেল থেকে অটো অমিল। ফলে অফিস-ফেরত যাত্রীরা অত্যধিক সমস্যায় পড়ছেন। অভিযোগ, কাটা রুটে অটো চালয়ে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। রুবি মোড় থেকে গড়িয়াহাট যেতে অটোচালকরা ৫০ টাকা মাথাপিছু ভাড়া চাইছেন। এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে লালবাজার। পঞ্চমী থেকে কোনওভাবেই যাতে যাত্রীদের উপর অটো জুলুম না চলে, তা নিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক