০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত এক শিক্ষক সহ কমপক্ষে ৯ জন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 94

 

পুবের কলম ওয়েবডেস্ক: কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস। মৃত কমপক্ষে ৯। বুধবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেরলের পালক্কড়ের ভারাক্কানচেরিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

বাসটিতে ৫ জন শিক্ষক সহ মোট ৪২ জন পড়ুয়া ছিলেন।বাসটি এরনাকুলামের মুলানথুরুঠির একটি স্কুলের ৷ পথে কেএসআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: চরম দারিদ্র্যমুক্ত হতে চলেছে কেরল, দেশের প্রথম রাজ্য ঘোষণা নভেম্বরে

কেরলের মন্ত্রী এমবি রাজেশ সংবাদ সংস্থা কে জানিয়েছেন পালক্কড়ের ভারাক্কানচেরিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সঙ্গে পর্যটন বাসের ধাক্কা লাগে ৷ তাতে ৩৮ জন জখম হয়েছেন এবংপ্রাণ হারিয়েছেন ৯ জন।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

স্কুল বাসটি পড়ুয়াদের নিয়ে উটিতে এক্সকারসনে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। খুব সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই সেটির সঙ্গে পর্যটন দফতরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গোটা ঘটনায় এরনাকুলামের ওই স্কুলে নেমে এসেছে শোকের ছায়া।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত এক শিক্ষক সহ কমপক্ষে ৯ জন

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস। মৃত কমপক্ষে ৯। বুধবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেরলের পালক্কড়ের ভারাক্কানচেরিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

বাসটিতে ৫ জন শিক্ষক সহ মোট ৪২ জন পড়ুয়া ছিলেন।বাসটি এরনাকুলামের মুলানথুরুঠির একটি স্কুলের ৷ পথে কেএসআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: চরম দারিদ্র্যমুক্ত হতে চলেছে কেরল, দেশের প্রথম রাজ্য ঘোষণা নভেম্বরে

কেরলের মন্ত্রী এমবি রাজেশ সংবাদ সংস্থা কে জানিয়েছেন পালক্কড়ের ভারাক্কানচেরিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সঙ্গে পর্যটন বাসের ধাক্কা লাগে ৷ তাতে ৩৮ জন জখম হয়েছেন এবংপ্রাণ হারিয়েছেন ৯ জন।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

স্কুল বাসটি পড়ুয়াদের নিয়ে উটিতে এক্সকারসনে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। খুব সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই সেটির সঙ্গে পর্যটন দফতরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গোটা ঘটনায় এরনাকুলামের ওই স্কুলে নেমে এসেছে শোকের ছায়া।