০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুবছর পর ফের রেড রোডে পুজো কার্নিভাল, শেষ মূহুর্তে তুঙ্গে চূড়ান্ত প্রস্তুতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 95

 

পুবের কলম ওয়েবডেস্ক : দুবছর পর করোনা মহামারির ধাক্কা সামলে আজ কলকাতা রেডরোডে ফের পুজোর কার্নিভাল। বিকেল চারটে থেকে শুরু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

কার্নিভালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল।

আরও পড়ুন: ২১ শে জুলাইয়ের শহিদ দিবস:  ১২ জুলাইয়ের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে তৃণমূল

পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।এর থেকে কোনও বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: রবিবার সকাল ৯.৩০ মিনিটে হজের প্রথম উড়ান, চূড়ান্ত প্রস্তুতি মদিনাতুল হুজ্জাজজুড়ে

১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার ট্রেলার গুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের নিচের গাড়ি গুলি হেস্টিংস হয়ে কেপি রোড দিয়ে রেডরোডে প্রবেশ করবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবছর পর ফের রেড রোডে পুজো কার্নিভাল, শেষ মূহুর্তে তুঙ্গে চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক : দুবছর পর করোনা মহামারির ধাক্কা সামলে আজ কলকাতা রেডরোডে ফের পুজোর কার্নিভাল। বিকেল চারটে থেকে শুরু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

কার্নিভালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল।

আরও পড়ুন: ২১ শে জুলাইয়ের শহিদ দিবস:  ১২ জুলাইয়ের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে তৃণমূল

পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।এর থেকে কোনও বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: রবিবার সকাল ৯.৩০ মিনিটে হজের প্রথম উড়ান, চূড়ান্ত প্রস্তুতি মদিনাতুল হুজ্জাজজুড়ে

১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার ট্রেলার গুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের নিচের গাড়ি গুলি হেস্টিংস হয়ে কেপি রোড দিয়ে রেডরোডে প্রবেশ করবে।