২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাক হচ্ছে আপনার ফেসবুক পাসওয়ার্ড! কি ভাবে সতর্ক হবেন, জানতে হলে পড়তে হবেই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
  • / 56

 

পুবের কলম ওয়েবডেস্ক: বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ছাড়া জীবনের স্বাদটাই যেন পানসে হয়ে। আনন্দ, দুঃখ ভালো লাগা- মন্দ লাগা সবই আমরা সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টের দেওয়ালে রেখে যাই।কিন্তু ভেবে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হয়ে কেউ আপনার আ্যকাউন্ট ব্যবহার করছে। কি ভাবে রুখবেন এই অপরাধ। জেনে নিন।

আরও পড়ুন: সাবধান! এবার চেক বাউন্স হলেই হতে পারে জেলযাত্রাও, জানতে হলে পড়তে হবেই

ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করছে বিভিন্ন অ্যাপ। ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি এমন অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল চুরি করছে।

মেটা এরইমধ্যে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের সজাগ করতে এই অ্যাপগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মেটা। এই অ্যাপগুলো এখনো থার্ড-পার্টি অ্যাপ স্টোরে উপস্থিত থাকতে পারে, তাই যত দ্রুত সম্ভব এদের নাম জেনে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকে আন-ইনস্টল করে দিন।

এই অ্যাপগুলির মধ্যে এমন অনেক রয়েছে, যেগুলো ফটো এডিটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভিপিএন পরিষেবাসহ অন্যান্য ইউটিলিটি অ্যাপও রয়েছে। মেটার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ অ্যাপই ভুয়া ‘লগইন উইথ ফেসবুক’ প্রম্পট ব্যবহার করে, গ্রাহকের আইডি এবং পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার জন্য।

এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপগুলো যদি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে থাকেন, তাহলে আপনার ফেসবুক থেকে বন্ধু, পরিবারের মানুষজন এবং সহকর্মীদের কাছে পাঠানো জরুরি মেসেজের নাগাল পেতে পারে হ্যাকাররা। দ্রুত এগুলো আনইনস্টল করুন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হ্যাক হচ্ছে আপনার ফেসবুক পাসওয়ার্ড! কি ভাবে সতর্ক হবেন, জানতে হলে পড়তে হবেই

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ছাড়া জীবনের স্বাদটাই যেন পানসে হয়ে। আনন্দ, দুঃখ ভালো লাগা- মন্দ লাগা সবই আমরা সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টের দেওয়ালে রেখে যাই।কিন্তু ভেবে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হয়ে কেউ আপনার আ্যকাউন্ট ব্যবহার করছে। কি ভাবে রুখবেন এই অপরাধ। জেনে নিন।

আরও পড়ুন: সাবধান! এবার চেক বাউন্স হলেই হতে পারে জেলযাত্রাও, জানতে হলে পড়তে হবেই

ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করছে বিভিন্ন অ্যাপ। ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি এমন অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল চুরি করছে।

মেটা এরইমধ্যে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের সজাগ করতে এই অ্যাপগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মেটা। এই অ্যাপগুলো এখনো থার্ড-পার্টি অ্যাপ স্টোরে উপস্থিত থাকতে পারে, তাই যত দ্রুত সম্ভব এদের নাম জেনে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকে আন-ইনস্টল করে দিন।

এই অ্যাপগুলির মধ্যে এমন অনেক রয়েছে, যেগুলো ফটো এডিটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভিপিএন পরিষেবাসহ অন্যান্য ইউটিলিটি অ্যাপও রয়েছে। মেটার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ অ্যাপই ভুয়া ‘লগইন উইথ ফেসবুক’ প্রম্পট ব্যবহার করে, গ্রাহকের আইডি এবং পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার জন্য।

এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপগুলো যদি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে থাকেন, তাহলে আপনার ফেসবুক থেকে বন্ধু, পরিবারের মানুষজন এবং সহকর্মীদের কাছে পাঠানো জরুরি মেসেজের নাগাল পেতে পারে হ্যাকাররা। দ্রুত এগুলো আনইনস্টল করুন।