০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে ভয়াবহ বিস্ফোরণ,তিন শিশুসহ গুরুতর জখম পাঁচ
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
- / 27
ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত টিজি রোডে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে তিন শিশুসহ গুরুতর জখম পাঁচজন। আহত পাঁচজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি থেকে বিস্ফোরণ তা জানা না গেলেও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির চাল উড়ে গিয়েছে। এমনকি পাশের বাড়ির সিলিং ফ্যানও সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন সন্দীপ যাদব(৪৫) তার স্ত্রী রানী যাদব(৩৫) সহ তাদের ১১,৭ এবং ৬ বছর বয়সী তিন শিশুসন্তান। আপাতত ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ মোতায়েন করার পাশাপাশি ফরেনসিক দলের সদস্যদের ঘটনাস্থলে আসবার জন্য বলা হয়েছে।
Tag :
five seriously injured including ncluding three children South 24 Parganas Terrible explosion in Rabindranagar