০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি নেতার বাড়িতেই লুকিয়ে খনি মাফিয়া! পুলিশি অভিযানে নিহত নেতার স্ত্রী সহ আহত ৫ পুলিশ কর্মী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 73

পুবের কলম, ওয়েবডেস্ক: খনি মাফিয়াকে খুঁজতে গিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদের পুলিশের অভিযানে রক্তাক্ত ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। অভিযোগ, বিজেপি নেতার বাড়িতেই লুকিয়ে ছিল ওই খনি মাফিয়া। আর তাকে ধরতে গিয়ে একচোট ধস্তাধস্তি থেকে রক্তারক্তির ঘটল পুলিশের সঙ্গে। আর এই ঘটনায় প্রাণ হারালেন বিজেপি নেতার স্ত্রী। নাম গুরপ্রীত কৌর। গুরপ্রীত উত্তরাখণ্ডের জাসপুরের ব্লকের বিজেপি নেতার স্ত্রী। ঘটনায় আহত আরও পাঁচজন পুলিশ কর্মী।

মৃতার স্বামী বিজেপি নেতা গুরতাজ ভুলরহাস জানিয়েছেন, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। তিনি তাঁর স্ত্রীর জন্য ন্যায় বিচার পেতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন তাঁরা কোনও অস্ত্র ব্যবহার করেননি। গুলিও ব্যবহার করেননি। পরিবর্তে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তিনি আরও বলেছেন, যারা তাদের ওপর হামলা চালিয়েছে তাদের কেউ আহত হয়নি। তাদের কাশিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

এদিকে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ এক অপরাধীকে  গ্রেফতারের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। আর সেই কারণে  অপরাধীকে ধরতে উত্তরপ্রদেশে পুলিশ সীমানা অতিক্রম করে। আর উত্তরাখণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময়ই গুলির যুদ্ধে বিজেপি নেতার  স্ত্রীর মৃত্যু হয়। উত্তর প্রদেশের পুলিশের এই অভিযান সম্পর্কে তাদের কোনও তথ্যই দেওয়া হয়নি।

আরও পড়ুন: কানাডায় ভারতীয় যুবককে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন, আটক শ্বেতাঙ্গ ব্যক্তি

অন্যদিকে উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, জাফর নামে এক অপরাধীকে ধরতেই তারা অভিযান চালায়। অপরাধী জাফরের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। জাফর লুকিয়ে ছিল বিজেপি নেতা  ভুলারের বাড়িতে। বাধ্য হয়েই তারা গুলি চালিয়েছিলে।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

মোরাদাবাদ থানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক শলভ মাথুর জানিয়েছেন, অপরাধীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। সেই সময় তারা গুলি চালায়। পুলিশকর্মীদের অস্ত্র কেড়ে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

উত্তরাখণ্ড পুলিশ উত্তর প্রদেশে পুলিশের  বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তবে এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মী আহত হয়ে  হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে থেকে দুই জন নিখোঁজ।  সূত্রের খবর, হাসাপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের আর খোঁজ মেলেনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি নেতার বাড়িতেই লুকিয়ে খনি মাফিয়া! পুলিশি অভিযানে নিহত নেতার স্ত্রী সহ আহত ৫ পুলিশ কর্মী

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: খনি মাফিয়াকে খুঁজতে গিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদের পুলিশের অভিযানে রক্তাক্ত ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। অভিযোগ, বিজেপি নেতার বাড়িতেই লুকিয়ে ছিল ওই খনি মাফিয়া। আর তাকে ধরতে গিয়ে একচোট ধস্তাধস্তি থেকে রক্তারক্তির ঘটল পুলিশের সঙ্গে। আর এই ঘটনায় প্রাণ হারালেন বিজেপি নেতার স্ত্রী। নাম গুরপ্রীত কৌর। গুরপ্রীত উত্তরাখণ্ডের জাসপুরের ব্লকের বিজেপি নেতার স্ত্রী। ঘটনায় আহত আরও পাঁচজন পুলিশ কর্মী।

মৃতার স্বামী বিজেপি নেতা গুরতাজ ভুলরহাস জানিয়েছেন, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। তিনি তাঁর স্ত্রীর জন্য ন্যায় বিচার পেতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন তাঁরা কোনও অস্ত্র ব্যবহার করেননি। গুলিও ব্যবহার করেননি। পরিবর্তে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তিনি আরও বলেছেন, যারা তাদের ওপর হামলা চালিয়েছে তাদের কেউ আহত হয়নি। তাদের কাশিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

এদিকে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ এক অপরাধীকে  গ্রেফতারের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। আর সেই কারণে  অপরাধীকে ধরতে উত্তরপ্রদেশে পুলিশ সীমানা অতিক্রম করে। আর উত্তরাখণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময়ই গুলির যুদ্ধে বিজেপি নেতার  স্ত্রীর মৃত্যু হয়। উত্তর প্রদেশের পুলিশের এই অভিযান সম্পর্কে তাদের কোনও তথ্যই দেওয়া হয়নি।

আরও পড়ুন: কানাডায় ভারতীয় যুবককে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন, আটক শ্বেতাঙ্গ ব্যক্তি

অন্যদিকে উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, জাফর নামে এক অপরাধীকে ধরতেই তারা অভিযান চালায়। অপরাধী জাফরের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। জাফর লুকিয়ে ছিল বিজেপি নেতা  ভুলারের বাড়িতে। বাধ্য হয়েই তারা গুলি চালিয়েছিলে।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

মোরাদাবাদ থানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক শলভ মাথুর জানিয়েছেন, অপরাধীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। সেই সময় তারা গুলি চালায়। পুলিশকর্মীদের অস্ত্র কেড়ে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

উত্তরাখণ্ড পুলিশ উত্তর প্রদেশে পুলিশের  বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তবে এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মী আহত হয়ে  হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে থেকে দুই জন নিখোঁজ।  সূত্রের খবর, হাসাপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের আর খোঁজ মেলেনি।