১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমবে স্লিপার ক্লাস, বাড়বে এসি কোচের সংখ্যা, ভারতীয় রেলের নয়া পদক্ষেপে ‘যাত্রী ভাড়া’ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহে প্রভাব পড়েছিল ট্রেন চলাচল। এর পর দীর্ঘ সেই পরিস্থিতি কাটিয়ে সচল হয়েছে ট্রেন চলাচল। কিন্তু এবার সেট ট্রেন নিয়ে নয়া পদক্ষেপের দিকে এগোতে চলেছে ভারত। এবার স্লিপার ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছে সাধারণ মানুষ। কারণ দূরপাল্লার ট্রেনে এবার কমবে স্লিপার কোচের সংখ্যা। আর পরিবর্তে সেই জায়গা দখল করে নিতে চলেছে এসি ইকোনমি কোচের সংখ্যা। ফলে সাধারণের মানুষের অস্বস্তি বাড়িয়ে যাত্রীদের রেল যাত্রার খরচ বাড়াতে চলেছে ভারতীয় রেল।

বর্তমানে একটি দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা ২২টি। এর মধ্যে স্লিপার কোচের সংখ্যা ৭টি। আগে একটা সমট স্লিপার কোচের সংখ্যা ছিল ১৩। সেই সংখ্যা কমে দাঁড়ায় ১২/১০ টি এখন ৭ নেমেছে। এবার সেই সংখ্যা কমে হতে চলেছে ২। একটি স্লিপার কোচে বার্থের সংখ্যা ৭২এসি ইকনমি কোচ চালু হলে তার বার্থ সংখ্যা বেড়ে হবে ৮৩। ফলে আয় রেলের আয়। এসি ইকনমি কোচ যথাযথ সংখ্যায় না এসে পৌঁছলে এসি থ্রি টিয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এসি ইকনমি কোচ চালু হলে তার ভাড়া এসি থ্রি টিয়ারের তুলনায় ৮% কম হবে। যদিও তা স্লিপারের দ্বিগুণ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

ভারতীয় রেলের তরফে গত জুন মাসে এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তবে দ্রুত স্লিপার কোচ সরিয়ে এসি চালু হয়ে এমন নয়, তবে দ্রুত গতিতে প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “এসি কোচ বুকিং কিন্তু আগে হয়। বিশেষ করে থ্রি-টিয়ার এসি কোচ আগে বুকিং হয়৷ অনেক পরে স্লিপার কোচ বুকিং হয়। তবে সাধারণ মানুষের সামর্থ্যের কথা মাথায় রেখে যাত্রী ভাড়া নির্ধারিত হবে এসি কোচের জন্য।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী

সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমবে স্লিপার ক্লাস, বাড়বে এসি কোচের সংখ্যা, ভারতীয় রেলের নয়া পদক্ষেপে ‘যাত্রী ভাড়া’ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহে প্রভাব পড়েছিল ট্রেন চলাচল। এর পর দীর্ঘ সেই পরিস্থিতি কাটিয়ে সচল হয়েছে ট্রেন চলাচল। কিন্তু এবার সেট ট্রেন নিয়ে নয়া পদক্ষেপের দিকে এগোতে চলেছে ভারত। এবার স্লিপার ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছে সাধারণ মানুষ। কারণ দূরপাল্লার ট্রেনে এবার কমবে স্লিপার কোচের সংখ্যা। আর পরিবর্তে সেই জায়গা দখল করে নিতে চলেছে এসি ইকোনমি কোচের সংখ্যা। ফলে সাধারণের মানুষের অস্বস্তি বাড়িয়ে যাত্রীদের রেল যাত্রার খরচ বাড়াতে চলেছে ভারতীয় রেল।

বর্তমানে একটি দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা ২২টি। এর মধ্যে স্লিপার কোচের সংখ্যা ৭টি। আগে একটা সমট স্লিপার কোচের সংখ্যা ছিল ১৩। সেই সংখ্যা কমে দাঁড়ায় ১২/১০ টি এখন ৭ নেমেছে। এবার সেই সংখ্যা কমে হতে চলেছে ২। একটি স্লিপার কোচে বার্থের সংখ্যা ৭২এসি ইকনমি কোচ চালু হলে তার বার্থ সংখ্যা বেড়ে হবে ৮৩। ফলে আয় রেলের আয়। এসি ইকনমি কোচ যথাযথ সংখ্যায় না এসে পৌঁছলে এসি থ্রি টিয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এসি ইকনমি কোচ চালু হলে তার ভাড়া এসি থ্রি টিয়ারের তুলনায় ৮% কম হবে। যদিও তা স্লিপারের দ্বিগুণ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

ভারতীয় রেলের তরফে গত জুন মাসে এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তবে দ্রুত স্লিপার কোচ সরিয়ে এসি চালু হয়ে এমন নয়, তবে দ্রুত গতিতে প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “এসি কোচ বুকিং কিন্তু আগে হয়। বিশেষ করে থ্রি-টিয়ার এসি কোচ আগে বুকিং হয়৷ অনেক পরে স্লিপার কোচ বুকিং হয়। তবে সাধারণ মানুষের সামর্থ্যের কথা মাথায় রেখে যাত্রী ভাড়া নির্ধারিত হবে এসি কোচের জন্য।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী