১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ভাইজান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
  • / 213

পুবের কলম, ওয়েবডেস্ক:  ডেঙ্গুতে আক্রান্ত সলমান খান। আপাতত চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন ভাইজান। আপাতত এই মুহূর্তে তাঁকে আর দেখা যাবে না, বহুল জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস-১৬-এ। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন চিত্র পরিচালক করণ জোহর। বলিউড দুনিয়ায় একজন ব্যস্ততম পরিচালক হিসেবেই পরিচিত করণ। আগেও Bigg Boss OTT-র প্রথম সিজনের সঞ্চালনা করেছেন তিনি। তাই সফলভাবে এই শো চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

করণের কাছেই এই শো চালানোর আবেদন জানান সলমন। পুরনো বন্ধুর আবেদন রেখেছেন করণও। এছাড়া বিগ বস-১৬-‘র পরিচালনা করার জন্য করণ জোহর মোটা টাকার পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

বর্তমানে সলমন কেমন আছেন,  তা জানতে উদগ্রীব ভক্তরা। যদিও খান পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কোনও  আপডেট দেওয়া হয়নি। সোশাল মিডিয়ায় ভাইজানের আরোগ্য কামনা করতে শুরু করেছেন ভক্তরা। যাতে খুব  তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা সল্লু ভাইয়ের ভক্তরা। ভক্তদের কারুর বক্তব্য, ‘দ্রুত সেরে উঠুন’। আবার কারুর বক্তব্য, ভাইজান, আপনার সুস্থতার জন্য দোয়া করছি’।

আরও পড়ুন: মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ভাইজান

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ডেঙ্গুতে আক্রান্ত সলমান খান। আপাতত চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন ভাইজান। আপাতত এই মুহূর্তে তাঁকে আর দেখা যাবে না, বহুল জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস-১৬-এ। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন চিত্র পরিচালক করণ জোহর। বলিউড দুনিয়ায় একজন ব্যস্ততম পরিচালক হিসেবেই পরিচিত করণ। আগেও Bigg Boss OTT-র প্রথম সিজনের সঞ্চালনা করেছেন তিনি। তাই সফলভাবে এই শো চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

করণের কাছেই এই শো চালানোর আবেদন জানান সলমন। পুরনো বন্ধুর আবেদন রেখেছেন করণও। এছাড়া বিগ বস-১৬-‘র পরিচালনা করার জন্য করণ জোহর মোটা টাকার পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

বর্তমানে সলমন কেমন আছেন,  তা জানতে উদগ্রীব ভক্তরা। যদিও খান পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কোনও  আপডেট দেওয়া হয়নি। সোশাল মিডিয়ায় ভাইজানের আরোগ্য কামনা করতে শুরু করেছেন ভক্তরা। যাতে খুব  তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা সল্লু ভাইয়ের ভক্তরা। ভক্তদের কারুর বক্তব্য, ‘দ্রুত সেরে উঠুন’। আবার কারুর বক্তব্য, ভাইজান, আপনার সুস্থতার জন্য দোয়া করছি’।

আরও পড়ুন: মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক