০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোরাবিতে প্রধানমন্ত্রীর সফরের আগেই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মুখ ঢাকল সাদা প্লাস্টিকে!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতের ব্রিজ বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী রাজ্যকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘আমার হৃদয়ভারাক্রান্ত, আমার মন দুর্ঘটনাস্থলেই পড়ে আছে। তবে আমি আমার ‘কর্তব্যেও অবিচল’। আজ সেই ভারাক্রান্ত হৃদয় নিয়েই ‘কর্তব্যের’ খাতিরে গুজরাতের মোরাবিতে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর গুজরাত সফর চলাকালীনই রবিবার ভেঙে পড়ে মাচ্চু নদীর উপরে থাকা ঝুলন্ত ব্রিজ। মৃত্যু হয়েছে ১৪১ জনের। নিখোঁজদের খোঁজে এখনও চলছে তল্লাশি। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মোরাবি সিভিল হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনায় আহত ১৩ জন। আজ সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালে থেকেই আহতদের সঙ্গে কথা বলে এসপি দফতরে চলে যান তিনি। সেখানে সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

এই ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘মোরাবি সেতু দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক চিহ্নিত করা এখন সময়ের দাবি। এই বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপও করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মোদি ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।
এদিন প্রথমেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে মোদির সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

এদিকে মোদির সফরের আগেই বিরোধীদের একের পর এক কটাক্ষের মুখে পড়ল বিজেপি। একদিকে মোরাবি হাসপাতালকে ঝাঁ চকচকে গড়ে তোলার জন্য হসপিটালের কর্মীদের ব্যস্ততা অপরদিকে যে বেসরকারি সংস্থাটির দায়িত্বে ছিল সেতুর রক্ষণাবেক্ষণ তার নাম সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হল। কেন ঢেকে দেওয়া হল ‘ওরেভা গ্রুপ’ -এর নাম! তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা সংশ্লিষ্ট সংস্থার কর্তৃপক্ষ।

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোরাবিতে প্রধানমন্ত্রীর সফরের আগেই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মুখ ঢাকল সাদা প্লাস্টিকে!

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতের ব্রিজ বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী রাজ্যকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘আমার হৃদয়ভারাক্রান্ত, আমার মন দুর্ঘটনাস্থলেই পড়ে আছে। তবে আমি আমার ‘কর্তব্যেও অবিচল’। আজ সেই ভারাক্রান্ত হৃদয় নিয়েই ‘কর্তব্যের’ খাতিরে গুজরাতের মোরাবিতে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর গুজরাত সফর চলাকালীনই রবিবার ভেঙে পড়ে মাচ্চু নদীর উপরে থাকা ঝুলন্ত ব্রিজ। মৃত্যু হয়েছে ১৪১ জনের। নিখোঁজদের খোঁজে এখনও চলছে তল্লাশি। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মোরাবি সিভিল হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনায় আহত ১৩ জন। আজ সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালে থেকেই আহতদের সঙ্গে কথা বলে এসপি দফতরে চলে যান তিনি। সেখানে সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

এই ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘মোরাবি সেতু দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক চিহ্নিত করা এখন সময়ের দাবি। এই বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপও করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মোদি ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।
এদিন প্রথমেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে মোদির সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

এদিকে মোদির সফরের আগেই বিরোধীদের একের পর এক কটাক্ষের মুখে পড়ল বিজেপি। একদিকে মোরাবি হাসপাতালকে ঝাঁ চকচকে গড়ে তোলার জন্য হসপিটালের কর্মীদের ব্যস্ততা অপরদিকে যে বেসরকারি সংস্থাটির দায়িত্বে ছিল সেতুর রক্ষণাবেক্ষণ তার নাম সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হল। কেন ঢেকে দেওয়া হল ‘ওরেভা গ্রুপ’ -এর নাম! তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা সংশ্লিষ্ট সংস্থার কর্তৃপক্ষ।

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি