২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজের সঙ্গে নিজে কথা বলতে চান! অভিনব ফিচার আনল হোয়াটসঅ্যাপ, জানতে হলে পড়তে হবেই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার
  • / 146

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: নিত্যনতুন ফিচার এনে প্রায়শই চমকে দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। মেটা নিয়ন্ত্রাণাধীন সংস্থাটি এবার আনতে চলেছে নিজের সঙ্গে চ্যাটিং করার ফিচার। এযেন একেবারেই  নিজের সঙ্গে নিজে কথা বলার বন্দোবস্ত। এই ফিচারের নাম দেওয়া হয়েছে সেলফ চ্যাট।

 

যেকোন দিন হোইয়াটসঅ্যাপে দেখা মিলবে এই সেলফ চ্যাটের। কিন্তু কিভাবে ব্যভার করবেন এই সেলফ চ্যাট। দেখে নেওয়া যাক।

প্রথমে ফোন থেকে যে কোনও ব্রাউজার খুলুন।

এরপর অ্যাড্রেস বারে “wa.me//” লিখে নিজের দেশের কোড লিখুন। সেই সঙ্গে দিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর। মনে করুন আপনি ভারত থেকে সেলফ চ্যাট  ব্যবহার করতে চান তাহলে আপনাকে লিখতে হবে 9180….88

এবার ‘এন্টার’ দিলেই আপনি সোজা হোয়াটসঅ্যাপের পেজে পৌঁছে যাবেন। সেখানে একেবারে শীর্ষে আপনার ফোন নম্বর ও একটি বক্স দৃশ্যমান হবে, যেখানে লেখা থাকবে ‘কন্টিনিউ টু চ্যাট’। বক্সটি সিলেক্ট করুন।

এবার হোয়াটসঅ্যাপ আপনার সমস্ত কথোপকথনই দেখাবে। তাঁদের পাশাপাশি নিজের নম্বরের সঙ্গেও চ্যাট করতে পারবেন আপনি। শিগগিরি হোয়াটসঅ্যাপ এই ফিচারটি আনতে চলেছে। কেবল মোবাইল নয়, ওয়েব ফরম্যাটেও এটি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য গত বছর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্রাম। এই ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল ধ্রুব বারবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার বিরোধীতা করে আসছেন। পাভেলের দাবি আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্যতে চলে নজরদারি। তাই নিত্যনতুন ফিচার এনে বাজার ধরে রাখতে মরীয়া মেটা নিয়ন্ত্রণাধীন হোয়াটসঅ্যাপ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজের সঙ্গে নিজে কথা বলতে চান! অভিনব ফিচার আনল হোয়াটসঅ্যাপ, জানতে হলে পড়তে হবেই

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: নিত্যনতুন ফিচার এনে প্রায়শই চমকে দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। মেটা নিয়ন্ত্রাণাধীন সংস্থাটি এবার আনতে চলেছে নিজের সঙ্গে চ্যাটিং করার ফিচার। এযেন একেবারেই  নিজের সঙ্গে নিজে কথা বলার বন্দোবস্ত। এই ফিচারের নাম দেওয়া হয়েছে সেলফ চ্যাট।

 

যেকোন দিন হোইয়াটসঅ্যাপে দেখা মিলবে এই সেলফ চ্যাটের। কিন্তু কিভাবে ব্যভার করবেন এই সেলফ চ্যাট। দেখে নেওয়া যাক।

প্রথমে ফোন থেকে যে কোনও ব্রাউজার খুলুন।

এরপর অ্যাড্রেস বারে “wa.me//” লিখে নিজের দেশের কোড লিখুন। সেই সঙ্গে দিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর। মনে করুন আপনি ভারত থেকে সেলফ চ্যাট  ব্যবহার করতে চান তাহলে আপনাকে লিখতে হবে 9180….88

এবার ‘এন্টার’ দিলেই আপনি সোজা হোয়াটসঅ্যাপের পেজে পৌঁছে যাবেন। সেখানে একেবারে শীর্ষে আপনার ফোন নম্বর ও একটি বক্স দৃশ্যমান হবে, যেখানে লেখা থাকবে ‘কন্টিনিউ টু চ্যাট’। বক্সটি সিলেক্ট করুন।

এবার হোয়াটসঅ্যাপ আপনার সমস্ত কথোপকথনই দেখাবে। তাঁদের পাশাপাশি নিজের নম্বরের সঙ্গেও চ্যাট করতে পারবেন আপনি। শিগগিরি হোয়াটসঅ্যাপ এই ফিচারটি আনতে চলেছে। কেবল মোবাইল নয়, ওয়েব ফরম্যাটেও এটি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য গত বছর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্রাম। এই ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল ধ্রুব বারবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার বিরোধীতা করে আসছেন। পাভেলের দাবি আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্যতে চলে নজরদারি। তাই নিত্যনতুন ফিচার এনে বাজার ধরে রাখতে মরীয়া মেটা নিয়ন্ত্রণাধীন হোয়াটসঅ্যাপ।