২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষ অভিভাবক ছাড়া জামা মসজিদে একা মহিলাদের প্রবেশ নিষিদ্ধ! বিজ্ঞপ্তি জারি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির জামা মসজিদে পুরুষ অভিভাবক ছাড়া মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে বৃহস্পতিবার ঐতিহাসিক এই মসজিদের তিনটি গেটে বড় বড় করে নোটিশ ঝোলানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, কোনও একা মহিলা এই মসজিদে প্রবেশ করতে পারবেন না।”

জামে মসজিদের জনসংযোগ আধিকারিক সাবিউল্লাহ খান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন,”মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় না। মহিলারা একা এলে অনুচিত কাজ করা হয়, তারা টিকটক ভিডিও শুট করে এবং নাচ করে। এটি বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি হল । পরিবার/বিবাহিত দম্পতিদের উপর কোনও বিধিনিষেধ নেই। এই মসজিদে ছেলে এবং মেয়েদের জন্য একটি মিটিং পয়েন্ট করতে দেওয়া যায় না।”

আরও পড়ুন: সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ

নোটিশের নির্দেশ অনুযায়ী, একদল মহিলা এলেও একসঙ্গে প্রবেশ করতে পারবেন না মসজিদের ভিতরে। কোনও পুরুষ ছাড়া মহিলাদের আর জামা মসজিদের ভিতর প্রবেশ করতে দেওয়া হবে না। জানানো হয়েছে, মসজিদের ভেতরে মহিলাদের সঙ্গে অশোভনীয় কাজ রুখতেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্রিপলে ঢাকল সম্ভলের জামা মসজিদ, হোলি নিয়ে পদক্ষেপ যোগী প্রশাসনের

অন্যদিকে  বিষয়টিতে হস্তক্ষেপ করেছে দিল্লির মহিলা কমিশন। জানা গিয়েছে, মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে ইতিমধ্যেই একটি নোটিশ ধরিয়েছেন।

আরও পড়ুন: ৩০ সপ্তাহ বন্ধ থাকার পর শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ পড়া হল

একটি ট্যুইট করে তিনি লিখেছেন, “দিল্লির জামা মসজিদে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যেমন একজন পুরুষের আল্লার কাছে প্রার্থনা করার অধিকার রয়েছে, ততটাই উপাসনার অধিকার রয়েছে মহিলাদেরও। মহিলাদের এভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার থেকে কেউ বঞ্চিত করতে পারে না।” হিন্দিতে লেখা জামা মসজিদের গেটের নোটিশগুলির অর্থ, বাবা-ভাই, স্বামী কিংবা কোনও পুরুষ অভিভাবক থাকলে তবেই ভিতরে প্রবেশে অনুমতি মিলবে মহিলাদের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরুষ অভিভাবক ছাড়া জামা মসজিদে একা মহিলাদের প্রবেশ নিষিদ্ধ! বিজ্ঞপ্তি জারি

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির জামা মসজিদে পুরুষ অভিভাবক ছাড়া মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে বৃহস্পতিবার ঐতিহাসিক এই মসজিদের তিনটি গেটে বড় বড় করে নোটিশ ঝোলানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, কোনও একা মহিলা এই মসজিদে প্রবেশ করতে পারবেন না।”

জামে মসজিদের জনসংযোগ আধিকারিক সাবিউল্লাহ খান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন,”মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় না। মহিলারা একা এলে অনুচিত কাজ করা হয়, তারা টিকটক ভিডিও শুট করে এবং নাচ করে। এটি বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি হল । পরিবার/বিবাহিত দম্পতিদের উপর কোনও বিধিনিষেধ নেই। এই মসজিদে ছেলে এবং মেয়েদের জন্য একটি মিটিং পয়েন্ট করতে দেওয়া যায় না।”

আরও পড়ুন: সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ

নোটিশের নির্দেশ অনুযায়ী, একদল মহিলা এলেও একসঙ্গে প্রবেশ করতে পারবেন না মসজিদের ভিতরে। কোনও পুরুষ ছাড়া মহিলাদের আর জামা মসজিদের ভিতর প্রবেশ করতে দেওয়া হবে না। জানানো হয়েছে, মসজিদের ভেতরে মহিলাদের সঙ্গে অশোভনীয় কাজ রুখতেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্রিপলে ঢাকল সম্ভলের জামা মসজিদ, হোলি নিয়ে পদক্ষেপ যোগী প্রশাসনের

অন্যদিকে  বিষয়টিতে হস্তক্ষেপ করেছে দিল্লির মহিলা কমিশন। জানা গিয়েছে, মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে ইতিমধ্যেই একটি নোটিশ ধরিয়েছেন।

আরও পড়ুন: ৩০ সপ্তাহ বন্ধ থাকার পর শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ পড়া হল

একটি ট্যুইট করে তিনি লিখেছেন, “দিল্লির জামা মসজিদে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যেমন একজন পুরুষের আল্লার কাছে প্রার্থনা করার অধিকার রয়েছে, ততটাই উপাসনার অধিকার রয়েছে মহিলাদেরও। মহিলাদের এভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার থেকে কেউ বঞ্চিত করতে পারে না।” হিন্দিতে লেখা জামা মসজিদের গেটের নোটিশগুলির অর্থ, বাবা-ভাই, স্বামী কিংবা কোনও পুরুষ অভিভাবক থাকলে তবেই ভিতরে প্রবেশে অনুমতি মিলবে মহিলাদের।