০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 49

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর দুই ধরেই অসুস্থ ছিল বলে খবর। মঙ্গলবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। সূত্রে খবর, বিকেলের দিকে মানবের দেহ দলীয় কার্যালয় আলিমুদ্দিনে নিয়ে আসা হবে। সেখানে বাম নেতাকে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতা, কর্মীরা।

 

আরও পড়ুন: ড. মুনকির হোসেনের ইন্তেকাল

সূত্রের খবর, দুবার তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল৷ প্রথমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি৷ সম্প্রতি ফের সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর৷ ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷ মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ সেখানে তিনি কোমায় চলে গিয়েছিলেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিনক্ষণ পরিবর্তন

 

আরও পড়ুন: প্রয়াত ঐতিহাসিক রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায়। কিছুদিন আগে অপর একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘দীর্ঘ সাড়ে চার মাসের লড়াই জিতে আজ অবশেষে বাবা বাড়ি ফিরল’। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ‘লস্ট মাই ফাদার’।

 

১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার নির্বাচনে লড়াই করেন তিনি। সেই বছরই বিধায়ক নির্বাচিত মানব। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দুই বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হন। পরের দফায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ছিলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর দুই ধরেই অসুস্থ ছিল বলে খবর। মঙ্গলবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। সূত্রে খবর, বিকেলের দিকে মানবের দেহ দলীয় কার্যালয় আলিমুদ্দিনে নিয়ে আসা হবে। সেখানে বাম নেতাকে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতা, কর্মীরা।

 

আরও পড়ুন: ড. মুনকির হোসেনের ইন্তেকাল

সূত্রের খবর, দুবার তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল৷ প্রথমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি৷ সম্প্রতি ফের সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর৷ ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷ মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ সেখানে তিনি কোমায় চলে গিয়েছিলেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিনক্ষণ পরিবর্তন

 

আরও পড়ুন: প্রয়াত ঐতিহাসিক রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায়। কিছুদিন আগে অপর একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘দীর্ঘ সাড়ে চার মাসের লড়াই জিতে আজ অবশেষে বাবা বাড়ি ফিরল’। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ‘লস্ট মাই ফাদার’।

 

১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার নির্বাচনে লড়াই করেন তিনি। সেই বছরই বিধায়ক নির্বাচিত মানব। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দুই বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হন। পরের দফায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ছিলেন তিনি।