০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 90

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর চিন সরকারের ব্যাপক দমন-পীড়নের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে শনিবার জাপানের রাজধানী টোকিওতে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর পক্ষে বিক্ষোভ করেছে সেখানকার একটি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বরও চিন-বিরোধী বিক্ষোভের আয়োজন করেছে এ মানবাধিকার গ্রুপটি।

গত ২৪ নভেম্বর চিনের শিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান প্রায় ১০ জন। এ মৃত্যুতেই ফুঁসে ওঠে চিন। দুর্ঘটনার কারণ হিসাবে কঠোর লকডাউনকে দায়ী করে জনগণ। বিশ্বজুড়ে করোনা মহামারি খানিকটা কম হলেও ৩ বছর পরও এর প্রকোপ কমেনি চিনে। দীর্ঘদিন দেশটিতে চলছিল কঠিন লকডাউন। পরে গণবিক্ষোভের মুখে লকডাউন শিথিল করে চিন সরকার। কঠোর লকডাউন ‘জিরো কোভিড নীতির’ আওতায় থাকার পরও চিনে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আর এ নীতিতে জনজীবন বিপর্যস্ত, হোঁচট খেয়েছে অর্থনীতি। ফলে চিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে জনতার।

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর চিন সরকারের ব্যাপক দমন-পীড়নের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে শনিবার জাপানের রাজধানী টোকিওতে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর পক্ষে বিক্ষোভ করেছে সেখানকার একটি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বরও চিন-বিরোধী বিক্ষোভের আয়োজন করেছে এ মানবাধিকার গ্রুপটি।

গত ২৪ নভেম্বর চিনের শিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান প্রায় ১০ জন। এ মৃত্যুতেই ফুঁসে ওঠে চিন। দুর্ঘটনার কারণ হিসাবে কঠোর লকডাউনকে দায়ী করে জনগণ। বিশ্বজুড়ে করোনা মহামারি খানিকটা কম হলেও ৩ বছর পরও এর প্রকোপ কমেনি চিনে। দীর্ঘদিন দেশটিতে চলছিল কঠিন লকডাউন। পরে গণবিক্ষোভের মুখে লকডাউন শিথিল করে চিন সরকার। কঠোর লকডাউন ‘জিরো কোভিড নীতির’ আওতায় থাকার পরও চিনে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আর এ নীতিতে জনজীবন বিপর্যস্ত, হোঁচট খেয়েছে অর্থনীতি। ফলে চিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে জনতার।

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ