রক্ষাকবচ মিললো না আদালতে, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেল ইডি

- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: আটকানো গেল না। অতএব গরু পাচার মামলায় দিল্লি যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। দিল্লিতে নিয়ে গিয়ে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে জেরা করা হবে। রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর আর্জি খারিজ হয়ে যায়। কেষ্টকে নিয়ে দিল্লি যাওয়ার অনুমতি পেল ইডি। সোমবার দিল্লির বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে।
দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত।
অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য সওয়াল করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। তবে রাউস অ্যাভিনিউ আদালত সব পক্ষের সওয়াল জবাব শেষে এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেও শেষরক্ষা হল না।
গত ১৭ নভেম্বর অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগার থেকে ‘শোন অ্যারেস্ট’ করে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির বিশেষ আদালতে আর্জিও জানায়। তবে ইডির এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনুব্রত।
মূলত দু’টি মামলা ছিল, যার একটি গত ১৬ ডিসেম্বরই খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। পাশাপাশি রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টেও যান অনুব্রত। তবে দিল্লি হাইকোর্ট তাঁকে পুনরায় রাউস অ্যাভিনিউ আদালতেই পাঠায়। শনিবার দিল্লির নিম্ন আদালতে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের দিল্লিযাত্রা নিয়ে মামলার শুনানি ছিল।
মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। সেই শুনানি হল আজ, সোমবার। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার শুনানি চলছে।