১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে পণ্ডিত খুনে অভিযুক্ত দুই সন্ত্রাসবাদী সহ নিহত আরও ১

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরে পণ্ডিত খুনে অভিযুক্ত দুই সন্ত্রাসবাদী সহ নিহত আরও এক। উপত্যকায় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির বিনিময় চলে। ঘটনায় তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে। এই সন্ত্রাসবাদীরা লস্কর-ই-তৈবা গ্রুপের সদস্য। সংবাদ সংস্থা পিটি আই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই বাধে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের জাইনাপোরার মুনঝ মার্গে তল্লাশি ও ঘেরাও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর পরে এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিনজন এলইটি জঙ্গি মারা গিয়েছে।’
কাশ্মীর জোন পুলিশের তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত জঙ্গিদের নিধন করা হয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে। তিনজনের মধ্যে দু’জনকে লতিফ লোন ও উমের নাজির বলে শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় সন্ত্রাসবাদীকে শনাক্তকরণের চেষ্টা চলেছে।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আরেকটি টুইটে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘কাশ্মীরি পন্ডিত পূরণ কিষাণ ভাটের খুনের ঘটনায় সোপিয়ানের লতিফ লোন যুক্ত ছিল এবং নেপালের তিল বাহাদুর থাপাকে খুনের সঙ্গে যুক্ত ছিল অনন্তনাগের উমের নাজির।’

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে পণ্ডিত খুনে অভিযুক্ত দুই সন্ত্রাসবাদী সহ নিহত আরও ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরে পণ্ডিত খুনে অভিযুক্ত দুই সন্ত্রাসবাদী সহ নিহত আরও এক। উপত্যকায় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির বিনিময় চলে। ঘটনায় তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে। এই সন্ত্রাসবাদীরা লস্কর-ই-তৈবা গ্রুপের সদস্য। সংবাদ সংস্থা পিটি আই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই বাধে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের জাইনাপোরার মুনঝ মার্গে তল্লাশি ও ঘেরাও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর পরে এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিনজন এলইটি জঙ্গি মারা গিয়েছে।’
কাশ্মীর জোন পুলিশের তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত জঙ্গিদের নিধন করা হয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে। তিনজনের মধ্যে দু’জনকে লতিফ লোন ও উমের নাজির বলে শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় সন্ত্রাসবাদীকে শনাক্তকরণের চেষ্টা চলেছে।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আরেকটি টুইটে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘কাশ্মীরি পন্ডিত পূরণ কিষাণ ভাটের খুনের ঘটনায় সোপিয়ানের লতিফ লোন যুক্ত ছিল এবং নেপালের তিল বাহাদুর থাপাকে খুনের সঙ্গে যুক্ত ছিল অনন্তনাগের উমের নাজির।’

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ