এবার ১৮৫ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়ার তীরে একটি নৌকা

- আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 66
পুবের কলম, ওয়েবডেস্ক: মাসখানেক ধরে সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় পৌঁছেছে রোহিঙ্গাদের আরও একটি দল। সোমবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে নামার অনুমতি পায় দলটি। এর আগে, রবিবার ৬০জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা আচেহ প্রদেশের বেসার জেলায় পৌঁছায়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাগরপথে কাঠের নৌকায় যে ১৮৫ জন রোহিঙ্গা শরণার্থী পৌঁছেছেন তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু। তাদের সবাই বেশ ক্ষুধার্ত ও দুর্বল।
অন্তত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে।
তবে, সপ্তাহখানেক আগে সমুদ্রে ভাসমান অন্তত ১৯০ রোহিঙ্গাকে উদ্ধারে রাষ্ট্রসংঘ যে আহ্বান জানিয়েছিল, এটিই সেই নৌকা কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রসংঘ জানায়, প্রায় একমাস ধরে একটি নৌকা আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ভাসছে। খাবার ও পানি প্রায় শেষ। ইতিমধ্যে নৌকায় ভাসমান ২০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। রোহিঙ্গাদের এই নৌকাটিকে প্রথমে দেখা যায় থাইল্যান্ডের কাছে সমুদ্রে। তারপর নৌকাটিকে দেখা যায় ইন্দোনেশিয়ার কাছে।
এখন তা ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে বলে কিছু সূত্রে খবর। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ভিয়েতনামের তেল সংস্থার একটি জাহাজ ডুবন্ত নৌকা থেকে ১৫৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। তারা দলটিকে মায়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এরপর গত সপ্তাহের শেষে শ্রীলঙ্কার উপকূলরক্ষীরা ১০৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।