২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রেসলিং ফেডারেশনের পদ থেকে সরছেন ব্রিজভূষণ, গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 43

 

পুবের কলম ওয়েবডেস্ক: রেসলিং ফেডারেশনের পদ থেকে সরছেন ব্রিজভূষণ। শুক্রবার গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরেই যন্তরমন্তরে নিজেদের ধর্না আন্দোলন প্রত্যাহার করে নেন কুস্তিগিরীা।

আরও পড়ুন: বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের

নিজের পদ ধরে রাখতে চাওয়া ব্রিজভূষণ অবশ্য এইসব কিছুকেই কংগ্রেসের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

আরও পড়ুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে যে ওভারসাইট কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করবে, সেটার সদস্যদের নাম ঘোষণা হবে শীঘ্রই। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের দৈনিক কাজকর্মও দেখাশোনা করবে এই কমিটি

উল্লেখ্য রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিনের পর দিন যৌন হেনস্তার অভিযোগ তুলে ধর্নায় বসেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগিররা । দিল্লির যন্তর মন্তরে ভারতীয় রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ভারতীয় কুস্তিগীররা। মোট ৩০ জন কুস্তিগীর এই প্রদর্শনের সঙ্গে জড়িত রয়েছেন। অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছে এমন কুস্তিগীররাও এই প্রতিবাদের অংশ হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া রেসলার ভিনেশ ফোগাট কুস্তি সমিতির সভাপতি ও কোচের বিরুদ্ধে মহিলাদের যৌন হয়রানি করার অভিযোগ তুলেছিলেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেসলিং ফেডারেশনের পদ থেকে সরছেন ব্রিজভূষণ, গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: রেসলিং ফেডারেশনের পদ থেকে সরছেন ব্রিজভূষণ। শুক্রবার গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরেই যন্তরমন্তরে নিজেদের ধর্না আন্দোলন প্রত্যাহার করে নেন কুস্তিগিরীা।

আরও পড়ুন: বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের

নিজের পদ ধরে রাখতে চাওয়া ব্রিজভূষণ অবশ্য এইসব কিছুকেই কংগ্রেসের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

আরও পড়ুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে যে ওভারসাইট কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করবে, সেটার সদস্যদের নাম ঘোষণা হবে শীঘ্রই। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের দৈনিক কাজকর্মও দেখাশোনা করবে এই কমিটি

উল্লেখ্য রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিনের পর দিন যৌন হেনস্তার অভিযোগ তুলে ধর্নায় বসেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগিররা । দিল্লির যন্তর মন্তরে ভারতীয় রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ভারতীয় কুস্তিগীররা। মোট ৩০ জন কুস্তিগীর এই প্রদর্শনের সঙ্গে জড়িত রয়েছেন। অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছে এমন কুস্তিগীররাও এই প্রতিবাদের অংশ হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া রেসলার ভিনেশ ফোগাট কুস্তি সমিতির সভাপতি ও কোচের বিরুদ্ধে মহিলাদের যৌন হয়রানি করার অভিযোগ তুলেছিলেন।