#PresidencyPujaKorche, সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণপত্র পোস্ট করে জানালো টিএমসিপি
- আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্ক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সরস্বতী পুজো। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই মর্মে পোস্ট করে সবাই কে আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল ছাড়া পরিষদ।
সোমবার রাতে যে আমন্ত্রণ পত্র পোস্ট করা হয়েছে তাতে লেখা হয়েছে “প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হচ্ছে, সকলের আমন্ত্রণ রইল।’’ উদ্যোক্তা হিসাবে সেখানে লেখা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট।
মঙ্গলবার থেকে একটি হ্যাশট্যাগ চালু করা হচ্ছে #PresidencyPujaKorche, যারা টিএমসিপির এই পুজো করার সিদ্ধান্ত কে সমর্থন করছেন তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় এই হ্যাসটাগ দিয়েই পোস্ট করেন। এমন টাই জানিয়েছেন টিএমসিপি নেতারা।
সরস্বতী পুজো করতে চেয়ে টিএমসিপি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে আবেদন জানালেও তা অনুমোদিত হয়নি বলেই খবর। প্রেসিডেন্সি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তোরণ কোনদিনই এই শিক্ষাপ্রাঙ্গণে সরস্বতী পুজো হয়নি ধর্মনিরপেক্ষরা রীতি মেনেই। টিএমসিপি কাছে অবশ্য ধর্মনিরপেক্ষতার সংগা ভিন্ন। তাই নিজেদের মতের ওপর আস্থাশীল থেকেই প্রেসিডেন্সি প্রাঙ্গনে সরস্বতী পুজো করতে চায় তারা। যদি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ অনুমতি না দেন তবে বিশ্ববিদ্যালয়ের গেটেই হবে পুজো।