২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিসলেনিয়াস পরীক্ষাতেও সাফল্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 38

আব্দুর রহিম, আবীর হোসেন গাজী, তারিক জাইদি

পুবের কলম প্রতিবেদক:   মিসলেনিয়াস-এর বিভিন্ন গ্রুপে ফের বাজিমাত করলেন কলেজ স্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। ১৭ জানুয়ারি প্রকাশিত মিসলেনিয়াস পরীক্ষায় অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে উত্তীর্ণ হলেন ৩৫ জনেরও বেশি পড়ুয়া।

অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সৌজন্যে অ্যাসিস্ট্যান্ট  প্রোগ্রামিং অফিসার হিসাবে যোগ দেবেন দেবব্রত পাল, মহ. আবীর হোসেন গাজী, কৃষ্ণ গোপাল দাস, স্বধা চক্রবর্তী, তারিক জাইদি, রামিজ মন্ডল ও ঈপ্সিতা রায়।

আরও পড়ুন: বস্ত্রমেলার সাফল্যে লাভের মুখ দেখছেন পোশাক ব্যবসায়ীরা

মিসলেনিয়াস পরীক্ষাতেও সাফল্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের
সুদীপ দাস, তাজমিরুল হক মৃধা

 

আরও পড়ুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের     

এছাড়া অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ পদে উত্তীর্ণ হয়েছেন অর্চিষ্মান প্রামাণিক, রাজেশ সামন্ত, মুন্সী নওশাদ হোসেন। এই প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সাফল্যের হারও নজরকাড়া। এখান থেকে বিভিন্ন পদে সিলেক্ট হয়েছেন নাফিসা আহমেদ ও মারুফা সুলতানা, অডিটর অফ কো-অপারেটিভ সোসাইটিজ, সামিরুল ইসলাম, ব্লক ওয়েলফেয়ার অফিসার, আব্দুর রহিম, তাজমিরুল হক মৃধা, মহ. সামিম আহমেদ, মহ. সালমান হোসেন, রেভিনিউ ইন্সপেক্টর। এই সাফল্য প্রসঙ্গে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সাম্মানিক উপদেষ্টা শামীম সরকার বলেন, বিগত দিন আমাদের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রায় ১১০-এর বেশি পড়ুয়া ডব্লিউবিসিএসের বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ হয়েছেন। আমাদের শিক্ষকদের সঠিক দিশা ও ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমে এই ফলাফল। সেই ধারা অব্যাহত। ইতিমধ্যে নতুন সেশন শুরু হয়েছে। আগামীতেও ভালো ফল হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: ইউপিএসসিতে মুসলিমদের সাফল্যের হার নিম্নগামী, বলছে পরিসংখ্যান

 

মুর্শিদাবাদের রানিনগরের ছেলে তাজমিরুল হক মৃধা বলেন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তার চমৎকার কোচিং-এর মাধ্যমে আমাকে চাকরি পরীক্ষার আসল মর্ম বোঝায়, সেইসঙ্গে আত্মবিশ্বাসেরও  সঞ্চার করে।

সামিম স্যারের নিরলস প্রচেষ্টা ও বহুমুখী  জ্ঞান আমাকে এই চাকরি পেতে সাহায্য করেছে। ব্লক ওয়েলফেয়ার পদে সফল পশ্চিম মেদিনীপুর, সবং-এর সুদীপ দাস বলেন, আমার বেকারত্বের তকমা মুছতে সাহায্য করার জন্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে  অসংখ্য ধন্যবাদ।

 

উত্তর ২৪ পরগণার স্বরুপ নগরের বাসিন্দা মহ. আবীর হোসেন গাজী অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে সফল হয়েছেন।

তার মতে, নিজের শক্তি ও দুর্বলতাকে ভালোভাবে জানা এবং সর্বোপরি ধৈর্য্য রেখে পরিশ্রম করে যাওয়াই আমার  সাফল্যের চাবিকাঠি।

আমার এই জার্নিতে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন সর্বোতভাবে সাহায্য করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।

মুর্শিদাবাদের আওরঙ্গাবাদের ছেলে আধুর রহিম, তিনি রেভিনিউ ইন্সপেক্টর পদে সফল হয়েছেন। তিনি বলেন, আমার প্রস্তুতির বিভিন্ন সময়ে বিশেষত ইন্টারভিউয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে পাশে পেয়েছি। খুব অল্প সময়ে ইন্টারভিউ প্রস্তুতির রসদ আমি এখানে পাই।  সেই জন্যই আমার এই সাফল্য।

কলকাতার রাজাবাজারের তারিক জাইদির মতে, একনাগাড়ে কঠোর পরিশ্রম ও চাকরির চাহিদা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।

এখানে মক ইন্টারভিউ, গ্রুমিং ক্লাস ও ফ্যাকাল্টিদের গুরুত্বপূর্ণ উপদেশ আমাকে সাফল্য পেতে সাহায্য করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিসলেনিয়াস পরীক্ষাতেও সাফল্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক:   মিসলেনিয়াস-এর বিভিন্ন গ্রুপে ফের বাজিমাত করলেন কলেজ স্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। ১৭ জানুয়ারি প্রকাশিত মিসলেনিয়াস পরীক্ষায় অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে উত্তীর্ণ হলেন ৩৫ জনেরও বেশি পড়ুয়া।

অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সৌজন্যে অ্যাসিস্ট্যান্ট  প্রোগ্রামিং অফিসার হিসাবে যোগ দেবেন দেবব্রত পাল, মহ. আবীর হোসেন গাজী, কৃষ্ণ গোপাল দাস, স্বধা চক্রবর্তী, তারিক জাইদি, রামিজ মন্ডল ও ঈপ্সিতা রায়।

আরও পড়ুন: বস্ত্রমেলার সাফল্যে লাভের মুখ দেখছেন পোশাক ব্যবসায়ীরা

মিসলেনিয়াস পরীক্ষাতেও সাফল্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের
সুদীপ দাস, তাজমিরুল হক মৃধা

 

আরও পড়ুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের     

এছাড়া অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ পদে উত্তীর্ণ হয়েছেন অর্চিষ্মান প্রামাণিক, রাজেশ সামন্ত, মুন্সী নওশাদ হোসেন। এই প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সাফল্যের হারও নজরকাড়া। এখান থেকে বিভিন্ন পদে সিলেক্ট হয়েছেন নাফিসা আহমেদ ও মারুফা সুলতানা, অডিটর অফ কো-অপারেটিভ সোসাইটিজ, সামিরুল ইসলাম, ব্লক ওয়েলফেয়ার অফিসার, আব্দুর রহিম, তাজমিরুল হক মৃধা, মহ. সামিম আহমেদ, মহ. সালমান হোসেন, রেভিনিউ ইন্সপেক্টর। এই সাফল্য প্রসঙ্গে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সাম্মানিক উপদেষ্টা শামীম সরকার বলেন, বিগত দিন আমাদের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রায় ১১০-এর বেশি পড়ুয়া ডব্লিউবিসিএসের বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ হয়েছেন। আমাদের শিক্ষকদের সঠিক দিশা ও ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমে এই ফলাফল। সেই ধারা অব্যাহত। ইতিমধ্যে নতুন সেশন শুরু হয়েছে। আগামীতেও ভালো ফল হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: ইউপিএসসিতে মুসলিমদের সাফল্যের হার নিম্নগামী, বলছে পরিসংখ্যান

 

মুর্শিদাবাদের রানিনগরের ছেলে তাজমিরুল হক মৃধা বলেন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তার চমৎকার কোচিং-এর মাধ্যমে আমাকে চাকরি পরীক্ষার আসল মর্ম বোঝায়, সেইসঙ্গে আত্মবিশ্বাসেরও  সঞ্চার করে।

সামিম স্যারের নিরলস প্রচেষ্টা ও বহুমুখী  জ্ঞান আমাকে এই চাকরি পেতে সাহায্য করেছে। ব্লক ওয়েলফেয়ার পদে সফল পশ্চিম মেদিনীপুর, সবং-এর সুদীপ দাস বলেন, আমার বেকারত্বের তকমা মুছতে সাহায্য করার জন্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে  অসংখ্য ধন্যবাদ।

 

উত্তর ২৪ পরগণার স্বরুপ নগরের বাসিন্দা মহ. আবীর হোসেন গাজী অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে সফল হয়েছেন।

তার মতে, নিজের শক্তি ও দুর্বলতাকে ভালোভাবে জানা এবং সর্বোপরি ধৈর্য্য রেখে পরিশ্রম করে যাওয়াই আমার  সাফল্যের চাবিকাঠি।

আমার এই জার্নিতে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন সর্বোতভাবে সাহায্য করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।

মুর্শিদাবাদের আওরঙ্গাবাদের ছেলে আধুর রহিম, তিনি রেভিনিউ ইন্সপেক্টর পদে সফল হয়েছেন। তিনি বলেন, আমার প্রস্তুতির বিভিন্ন সময়ে বিশেষত ইন্টারভিউয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে পাশে পেয়েছি। খুব অল্প সময়ে ইন্টারভিউ প্রস্তুতির রসদ আমি এখানে পাই।  সেই জন্যই আমার এই সাফল্য।

কলকাতার রাজাবাজারের তারিক জাইদির মতে, একনাগাড়ে কঠোর পরিশ্রম ও চাকরির চাহিদা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।

এখানে মক ইন্টারভিউ, গ্রুমিং ক্লাস ও ফ্যাকাল্টিদের গুরুত্বপূর্ণ উপদেশ আমাকে সাফল্য পেতে সাহায্য করেছে।