১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের দক্ষিণ আফ্রিকা থেকে এক শতাধিক চিতা আনতে চলেছে ভারত

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আরও  এক শতাধিক চিতা আনতে চলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির সঙ্গে যাবতীয় চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।

এদিন বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই মতাধিক চিতার মধ্যে প্রথম ১২টিকে ভারতে আনা হবে। প্রতি বছর ১২ টি করে চিতা আনা হবে দক্ষিণ আফ্রিকা থেকে বলে জানা গেছে। আগামী ৮ থেকে ১০ বছর টানা এই প্রক্রিয়া জারি থাকবে। ইতিমধ্যেই চিতাদের জন্যই নিরাপদ বাসস্থান তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে এই চিতাগুলোকে ভারতে এনে কোথায় রাখা হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, ভারতে একসময় চিতা থাকলেও নির্মম শিকারের কারণে পরে তা বিলুপ্ত হয়ে যায়। ভারতে আবার নতুন করে চিতার বংশবৃদ্ধির জন্য গত বছর সেপ্টেম্বরে আফ্রিকা থেকে আটটি চিতা মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে আনা হয়। তাদের মধ্যে সাশা নামের মহিলা চিতাটি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষের পক্ষ থেকে চিতাটির চিকিৎসার ব্যবস্থা করা হয়ছে। পরীক্ষা করে দেখা গেছে,  সাশার কিডনিতে সংক্রমণ হয়েছে। পানি না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

কুনো জাতীয় উদ্যানের বিভাগীয় বন কর্মকর্তা প্রকাশ কুমার বর্মা জানিয়েছেন, অসুস্থ চিতাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি চিতাগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে অনাগত চিতা গুলিকে অন্যান্য চিতাদের সঙ্গে  জাতীয় উদ্যানেই রাখা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের দক্ষিণ আফ্রিকা থেকে এক শতাধিক চিতা আনতে চলেছে ভারত

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আরও  এক শতাধিক চিতা আনতে চলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির সঙ্গে যাবতীয় চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।

এদিন বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই মতাধিক চিতার মধ্যে প্রথম ১২টিকে ভারতে আনা হবে। প্রতি বছর ১২ টি করে চিতা আনা হবে দক্ষিণ আফ্রিকা থেকে বলে জানা গেছে। আগামী ৮ থেকে ১০ বছর টানা এই প্রক্রিয়া জারি থাকবে। ইতিমধ্যেই চিতাদের জন্যই নিরাপদ বাসস্থান তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে এই চিতাগুলোকে ভারতে এনে কোথায় রাখা হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, ভারতে একসময় চিতা থাকলেও নির্মম শিকারের কারণে পরে তা বিলুপ্ত হয়ে যায়। ভারতে আবার নতুন করে চিতার বংশবৃদ্ধির জন্য গত বছর সেপ্টেম্বরে আফ্রিকা থেকে আটটি চিতা মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে আনা হয়। তাদের মধ্যে সাশা নামের মহিলা চিতাটি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষের পক্ষ থেকে চিতাটির চিকিৎসার ব্যবস্থা করা হয়ছে। পরীক্ষা করে দেখা গেছে,  সাশার কিডনিতে সংক্রমণ হয়েছে। পানি না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

কুনো জাতীয় উদ্যানের বিভাগীয় বন কর্মকর্তা প্রকাশ কুমার বর্মা জানিয়েছেন, অসুস্থ চিতাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি চিতাগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে অনাগত চিতা গুলিকে অন্যান্য চিতাদের সঙ্গে  জাতীয় উদ্যানেই রাখা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি