২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে, নিহত ৩০, আহত কমপক্ষে ১৫

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 48

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পাকিস্তানে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন। বুধবার  খাইবার পাখতুনখোয়ার কোহিস্তান জেলায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে  এই দুর্ঘটনাটি ঘটে।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সে সময় শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপর বাস ও গাড়িটি গিয়ে পড়ে খাদে।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ও মৃতদেহ উদ্ধার করে আরএইচসি হাসপাতালে পাঠায়। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্ধকারের কারণে উদ্ধারকারীরা ত্রাণ কার্যক্রম চালাতে সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা 

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশেদও ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন কোনও ব্যাপার নয়। গত মাসে বালুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে, নিহত ৩০, আহত কমপক্ষে ১৫

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পাকিস্তানে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন। বুধবার  খাইবার পাখতুনখোয়ার কোহিস্তান জেলায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে  এই দুর্ঘটনাটি ঘটে।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সে সময় শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপর বাস ও গাড়িটি গিয়ে পড়ে খাদে।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ও মৃতদেহ উদ্ধার করে আরএইচসি হাসপাতালে পাঠায়। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্ধকারের কারণে উদ্ধারকারীরা ত্রাণ কার্যক্রম চালাতে সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা 

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশেদও ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন কোনও ব্যাপার নয়। গত মাসে বালুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।